Barak UpdatesHappeningsBreaking News

বনধের সমর্থনে বরাকে পথে নামবে ১২ ট্রেড ইউনিয়ন
12 Trade Unions in Barak to take to the streets in support of Bharat Bandh on 8 Dec

৭ ডিসেম্বর: মঙ্গলবার কৃষকদের আহুত ১২ ঘণ্টার ভারত বনধে পূর্ণ সমর্থন জানিয়েছে বরাক উপত্যকার ১২টি ট্রেড ইউনিয়ন৷ শুধু সমর্থনই নয়, তাঁরা বনধ সর্বাত্মক করতে রাস্তায় নামবেন বলে সোমবার সাংবাদিক সম্মেলন ডেকে জানিয়ে দিয়েছেন৷ সংগঠনগুলি হল: সিআইটিইউ, এআইটিইউসি, আইএনটিইউসি, এআইইউটিইউসি, এআইসিসিটিইউ, টিইউসিসি, এআইকেএস, টিইউসিসি (কাছাড়), এনটিইউআই, ইডব্লুটিসিসি, এএমএসইউ এবং এফএসএইচ৷ আইএনটিইউসি এবং টিইউসিসি (কাছাড়) ছাড়া সব সংগঠনের প্রতিনিধিরা এ দিন সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন৷ তাঁদের মধ্যে ছিলেন সমীরণ আচার্য, মাধব ঘোষ, সুভাষ দেব, রঞ্জন দাস, মানস দাস, অরিন্দম দেব, লোকনাথ দেবরায়, অসীম নাথ, রাজু দেবনাথ ও মৃণালকান্তি সোম৷ তাঁরা বলেন, তিনটি নতুন কৃষি আইনের মাধ্যমে কেন্দ্র কৃষকদের বিপন্ন করতে চাইছে৷ কৃষিপণ্যের ন্যূনতম দর বা বাজার বলতে এখন আর কিছু থাকছে না৷ এর পেছনে আম্বানি-আদানি, অভিযোগ করেন তাঁরা৷ বলেন, এখন আমবানি-আদানিরা স্থির করে দেবেন,  কৃষকরা কী চাষ করবেন, কতটা করবেন৷ আর তাতে চাষবাস বাদ দিতে বাধ্য হবেন কৃষকরা৷ বর্তমান পরিস্থিতিকে তাঁরা নীলচাষের সমতুল বলে উল্লেখ করেন৷ ফলস্বরূপ দেশের উৎপাদন কমে যাবে, দেশে খাদ্যসঙ্কট দেখা দেবে৷ ছিয়াত্তরের মন্বন্তর ফিরে আসে কিনা, আশঙ্কায় ট্রেড ইউনিয়ন নেতারা৷ এ সব খেয়াল রেখে বনধকে সর্বাত্মক করে তুলতে আহ্বান জানান তাঁরা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker