Barak UpdatesHappeningsCultureBreaking News

বহুভাষিক কবি সম্মেলনে শিলচরে বরাক বঙ্গের একুশে উদযাপন

ওয়েটুবরাক, ২১ ফেব্রুয়ারি : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি আজ সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে বহুভাষিক কবি সম্মেলনের আয়োজন করে৷ এতে পৌরোহিত্য করেন আঞ্চলিক কমিটির সভাপতি সঞ্জীব দেবলস্কর৷ মঞ্চে তিনি ছাড়াও ছিলেন অকাদেমী পুরস্কার জয়ী মণিপুরি কবি বিদ্যাসাগর সিংহ, হিন্দি কবি মদন সিংঘল, বরাক বঙ্গের জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী ও আঞ্চলিক সহসভাপতি অমিত সিকিদার৷ ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক কবি সুপ্রদীপ দত্তরায়ও৷

বিদ্যাসাগর সিংহ, সুপ্রদীপ দত্তরায় সহ স্বরচিত কবিতা পড়ে শোনান যুব অকাদেমী পুরস্কার জয়ী মণিপুরি কবি কৃষ্ণমোহন সিংহ, মহুয়া চৌধুরী, স্নিগ্ধা নাথ, বিজয়কুমার ভট্টাচার্য, যোগেশ দুবে, হাসনা আরা শেলী, দেবরাজ দাশগুপ্ত ৷ বক্তৃতা করেন বিভাসরঞ্জন চৌধুরী, তৈমুর রাজা চৌধুরী, সঞ্জীব দেবলস্কর প্রমুখ৷ শহিদ বেদীতে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে এ দিনের কর্মসূচির সূচনা ঘটে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker