NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
শিলচর মেডিক্যালের পিজি কোর্সে ভর্তি হতে এসে পজিটিভ ১১11 tests +ve on coming to SMCH for admission in PG course
Cachar records 15 positive case on Sunday
৫ জুলাই: রবিবার কাছাড়ে মোট ১৫ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে৷ তাঁদের মধ্যে ১১ জনই শিলচর মেডিক্যাল কলেজে স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে এসেছেন৷
মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. বাবুল বেজবরুয়া জানান, বিভিন্ন জায়গা থেকে মোট ২৫ জন শিলচর মেডিক্যাল কলেজের স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে এসেছিলেন৷ তাদের লালারস পরীক্ষা করা হলে প্রথমে সকলের নেগেটিভ আসে৷ তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সবাইকে ১৪ দিনের কোয়রান্টাইনে পাঠানো হয়েছিল৷ সেখানেই শনিবার কয়েকজনের জ্বর-কাশি হয়৷ ফলে আবার সকলের লালারস নেন স্বাস্থ্যকর্মীরা৷ রবিবার রিপোর্ট আসে, তাদের ১১ জন পজিটিভ৷ তাঁরা হলেনঃ নগেশ সি এইচ (২৪), দেবদত্ত নায়ক (২৯), পঙ্কজ কুমার (২৬), নাল্লা রাকেশ (২৫), শুভ পাঁজা (২৬), শেখর গুপ্ত (২৮), সুমন গাঙ্গুলি (২৭), সুজয় অংশুমালি (৩০), গেস্টনার কে বি (২৪), বীণা এন হোসামনি (২৪) এবং রুহল এ ভাঙ্গে (২৯)৷ তাঁদের মধ্যে দশজনই ছাত্র, শুধু বীণাই ছাত্রী৷
বাকি চারজন হলেন নিজ কাটিগড়ার আলতাফ হোসেন (২৪), তোপখানা দ্বিতীয়খণ্ডের সুলতান আহমেদ লস্কর (২৪), বড় দুধপাতিল সাঁওতাল টিলার গৌতম সাঁওতাল (২৭) এবং বিহারের ছাপরার বাসিন্দা মহম্মদ মস্তাকিন (৪২)৷ মস্তাকিনের করোনার উপসর্গ দেথা দেওয়ায় লালারস পরীক্ষা করা হয়েছিল৷ অন্য তিনজন বাঙ্গালোরফেরত৷ এঁরা কোয়রান্টাইনে ছিলেন৷
শিলচর মেডিক্যাল কলেজস্থিত ভিআরডিএল সূত্রে জানা গিয়েছেন এ দিন তাঁদের পরীক্ষাগারে মোট 26 জনের পজিটিভ আসে৷ 15 জন কাছাড়ের, 1 জন হাইলাকান্দির এবং 10জন করিমগঞ্জের৷ হাইলাকান্দির আক্রান্ত 49 বছর বয়সী হীরালাল গোয়ালা পুলিশকর্মী৷ করিমগঞ্জের তালিকাভুক্তরা হলেনঃ
টেঙ্গারগুলের কুতুবউদ্দিন (16), সুপ্রাকান্দির ফণী বিশ্বাস (28), জালালনগরের আকবল হোসেন (21), বটইয়ার বুরহানউদ্দিন (21), বাদেজমার বাহারউদ্দিন (20), শাজানগরে সামসুলউদ্দিন (28), কর্ণমধুর বাপ্পা নমশূদ্র (27), জালালনগরের জবরুল হোসেন (31), নিলামবাজারের গুলজার হোসেন ও কেউটকোনার জমিল আহমেদ (22)৷