Barak UpdatesHappeningsBreaking News

করোনা চিকিৎসক ও মেডিক্যাল টিমকে রাখতে ১১টি হোটেল অধিগ্রহণ শিলচরে
11 hotels requisitioned in Cachar for quarantine of doctors & nurses

৫ এপ্রিল : করোনা চিকিৎসায় নিযুক্ত মেডিক্যাল টিমকে কোয়ারেন্টাইনে রাখার জন্য শিলচরের ১১টি হোটেলকে অধিগ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন। প্রশাসনের নির্দেশে এ সংক্রান্ত নির্দেশ সংশ্লিষ্ট হোটেলগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই হোটেলগুলোর মধ্যে রয়েছে কাছাড় ক্লাব, রিয়া প্যালেস, সাগরিকা, কল্পতরু, ইলোরা, গীতাঞ্জলি, ঐশী, হলিডে ইন, সুদক্ষিণা, সিদ্ধার্থ ও ওরবিট।

Rananuj

রবিবার থেকেই কাছাড়ের এই ১১টি হোটেল জেলা প্রশাসনের আওতায় চলে যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের নির্দেশ অনুযায়ী, যেসব চিকিৎসক ও মেডিক্যাল টিম আনা ৭ দিন কাজ করেন, তাঁদের এরপর ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠাতে হয়। আর সে জন্যই এই হোটেলগুলোকে ব্যবহার করা হবে। একটি সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে ইলোরা ও কল্পতরুকে ব্যবহার করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker