Barak UpdatesHappeningsBreaking News
কর্পাস ফান্ড চাওয়ায় বার্ষিক অনুদান কমল বরাক বঙ্গের!
ওয়েটুবরাক, ৯ আগস্ট: ভাষাগৌরব প্রকল্পের অধীনে কোনও বাঙালি সংগঠনের নাম কর্পাস ফান্ডের জন্য বিবেচনা করা হয়নি। বিধানসভায় আজ এ কথা জানিয়ে দিয়েছেন মন্ত্রী পীযূষ হাজরিকা৷ তিনি বলেন, তবে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনকে তিন লক্ষ টাকার আর্থিক সাহায্যের অনুমোদন দেওয়া হয়েছে। তার ৫০ শতাংশ টাকা তাদের দেওয়াও হয়েছে।
এ ব্যাপারে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে৷ সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত বলেন, কর্পাস ফান্ড আর বার্ষিক অনুদান এককথা নয়৷ কর্পাস ফান্ডে সর্বনিম্ন মঞ্জুরি দেওয়া হয়েছে তিন কোটি টাকা৷ বঙ্গভাষী ছাড়া সমস্ত ভাষাভাষীর সাহিত্য সংগঠন এই ফান্ড পেয়েছে৷ অন্যদের বার্ষিক অনুদানও বেড়েছে৷ কিন্তু বঙ্গ সাহিত্যকে কর্পাস ফান্ড দূরে থাক, বার্ষিক অনুদান পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে৷ আগের দুই বছর এরা ৪ লক্ষ টাকা করে পেয়েছিলেন৷ এ বার অনুমোদন মিলেছে ৩ লক্ষ টাকা৷ তাও মাত্র ৫০ শতাংশ দেওয়া হয়েছে৷ গৌতমপ্রসাদ জানান, হিমন্ত বিশ্ব শর্মা অর্থমন্ত্রী থাকার সময় বিধানসভায় বলেছিলেন, বঙ্গ সাহিত্য আবেদন করলেই কর্পাস ফান্ড পাবে৷ এর পরই তাঁরা আবেদন করেন৷ বঙ্গ সাহিত্য বিস্মিত, “এখন হিমন্ত মুখ্যমন্ত্রী৷ আর তাঁর সরকার আবেদনের বিষয়টি পুরো চেপে গেল!” একে তাঁরা একটি ভাষাগোষ্ঠীর মানুষের প্রতি উপেক্ষা বলেই মনে করছেন৷