Barak UpdatesHappeningsBreaking News

৮৫ শতাংশের বেশি ভোট পরিমলের পক্ষে, তিন বুথ কমিটি সংবর্ধিত

ওয়েটুবরাক, ২৩ জুলাই : বিধানসভা নির্বাচনের পর বৃহস্পতিবার প্রথমবার বড়জালেঙ্গা মণ্ডল বিজেপি তাদের কার্যনির্বাহী সভার আয়োজন করল | বড়জালেঙ্গা মণ্ডল বিজেপির সভাপতি সুশীল ধর দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সভার সূচনা করেন |  মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি বিমলেন্দু রায়৷ ছিলেন জেলা বিজেপির দুই সাধারণ সম্পাদক অমিয় কান্তি দাস ও কণাদ পুরকায়স্থ, জেলা বিজেপির সহ-সভানেত্রী চামেলি পাল ও পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্যা লক্ষ্মী রানী যাদব, বড়জালেঙ্গা ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস প্রমুখ ৷ সকল বক্তাগণই বড়জালেঙ্গা মণ্ডলের বিগত নির্বাচনের ফলাফল নিয়ে প্রশংসা করেন এবং আগামী দিনে দলকে কীভাবে আরও মজবুত করা যায়, সে বিষয়ে আলোকপাত করেন |  সভা সঞ্চালনা করেন বড়জালেঙ্গা মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক বিষ্ণু দয়াল গোয়ালা |

গত বিধানসভা নির্বাচনে শতাংশ হিসাব যে বুথে সবথেকে বেশি ভোট বিজেপির পক্ষে পড়েছে, সেই সকল বুথ কমিটির সদস্যদের সে দিন সংবর্ধনা জানানো হয়৷ শতাংশের মাধ্যমে প্রথমস্থান অধিকার করে দার্বি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলেনপুর চা বাগানের ৪১ নং বুথ৷ দ্বিতীয় স্থান অধিকার করে আইরংমারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১ নং বুথ এবং তৃতীয়  বড়জালেঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১২ নং বুথ৷ এই সকল বুথে গত নির্বাচনে ৮৫ শতাংশের ঊর্ধ্বে ভোট বিজেপির পক্ষে আদায় হয়েছে |

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়জালেঙ্গা মণ্ডলের সাধারণ সম্পাদক সুশান্ত গুপ্ত , সহ-সভাপতি বিনয় ভূষণ দেব ও জনার্দন মিশ্র, সম্পাদক সম্রাট চক্রবর্তী, প্রচার সম্পাদক সুমিত গুপ্ত প্রমুখ ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker