Barak UpdatesHappeningsBreaking News

৭-৮ আগস্ট আসাম বিশ্ববিদ্যালয়ে গালিবের চিঠিপত্রের ওপর আন্তর্জাতিক সেমিনার

ওয়েটুবরাক, ৩০ জুলাইঃ মির্জা গালিবের চিঠিপত্র এবং সেসবের সাহিত্য-সাংস্কৃতিক গুরু্ত্ব বিষয়ে দুদিনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ গালিব ইনস্টিটিউটের সহযোগিতায় এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ৷  বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল অডিটোরিয়ামে আগামী ৭ আগস্ট সন্ধ্যা পাঁচটায় এর উদ্বোধন হবে৷ উদ্বোধক আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ৷ এই পর্বে পৌরোহিত্য করবেন দি্ল্লি স্থিত গালিব ইনস্টিটিউটের চেয়ারম্যান তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন প্রধান বিচারপতি বদর দুরেজ আহমেদ৷  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিল্লি সরকারের প্রাক্তন লেফটেনান্ট নজিব জঙ৷ বিশেষ অতিথি মেঘালয়ের প্রাক্তন ডিজিপি আর চন্দ্রনাথন৷  গালিব ইনস্টিটিউটের সচিব এসআর কিদোয়াই স্বাগত বক্তব্য রাখবেন৷

Rananuj

ইন্টারন্যাশনাল গালিব সেমিনারের আহ্বায়ক ড. জে রহমানি জানিয়েছেন, উদ্বোধনী পর্বের পরই বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস বিভাগ পরিবেশন করবে শাম-এ-গজল৷  পরদিন সকাল দশটা থেকে সেমিনার৷  মুখ্য বক্তা গুলজার৷   সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে মুশায়েরা৷  দেশবিদেশের কবিরা তাতে উপস্থিত থাকবেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker