India & World UpdatesHappeningsBreaking News
৭৫০০ বর্গফুটের জাতীয় পতাকা ভিক্টোরিয়া মেমোরিয়ালে
১৫ আগস্ট : সাড়ে সাত হাজার বর্গফুটের জাতীয় পতাকা। ৭৫ তম স্বাধীনতা দিবসে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে জাতীয় পতাকা উত্তোলন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন মানবাধিকার থাকা জরুরি। মানবাধিকার না থাকলে স্বাধীনতা থাকে না। সন্ত্রাসবাদের বিপক্ষে তিনি বলেন, সন্ত্রাস যেকোনো ক্ষেত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করে। মানবাধিকার লঙ্ঘন না হলেই স্বাধীনতার সার্থকতা।
এ দিনের অনুষ্ঠানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল, ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ৭৫০০ বর্গফুটের জাতীয় পতাকায় দিয়ে মুড়ে ফেলা। ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম পীঠস্থান ছিল এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে জ্বলজ্বল করছে বিশাল তেরাঙ্গা। এই পতাকা তৈরি করেছে দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এই বছরের ২৫ এপ্রিল এই বিশালাকৃতির পতাকাটি প্রথম উন্মুক্ত হয় হিমালয়ের সাড়ে ১৬ হাজার ফুট উঁচুতে থাকা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে। পরে সেটি চলে আসে দার্জিলিংয়ে। যোগ দিবসের দিন সেটি উন্মুক্ত করা হয়। সেখান থেকেই এসে পৌঁছায় কলকাতায়। এছাড়াও এদিন ৭৫০টি চারা গাছ রোপন করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রাঙ্গণে।