NE UpdatesAnalyticsBreaking News
৫ হাজার ভেঞ্চার স্কুলের মিড ডে মিল বাতিল করল আসাম সরকার
গুয়াহাটি, ১১ এপ্রিল : ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন-এর আওতায় থাকা সরকারি সাহায্যপ্রাপ্ত বা অনুমোদিত সব ভেঞ্চার স্কুলকে পিএম পোষণ তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার। রাজ্যের সব জেলাকে এ মর্মে নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে, চলতি এপ্রিল মাস থেকেই এই স্কুলগুলোর চালের বরাদ্দ বাতিল করতে হবে। এমনকি পিএম পোষণের তালিকা থেকেও এই ভেঞ্চার স্কুলগুলোকে সরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের ৫ হাজার স্কুল মিড ডে থেকে বাদ পড়বে বলে মনে করা হচ্ছে।
এ ব্যাপারে রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু জানিয়েছেন, এই স্কুলগুলো একবার রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারে। তবে তা সবসময়ের জন্য নয়।