Barak UpdatesHappeningsBreaking News

৫ দিনের সফরে শনিবার বরাকে আসছেন স্বামী ধ্যানেশানন্দ মহারাজ, করবেন দীক্ষাদান

ওয়েটুবরাক, ৭ সেপ্টেম্বর : ভারত সেবাশ্রম সঙ্ঘ, গয়ার অধ্যক্ষ স্বামী ধ্যানেশানন্দ মহারাজ পাঁচ দিনের কর্মসূচি নিয়ে বরাক উপত্যকা সফরে আসছেন৷ আগামী ১১ সেপ্টেম্বর শনিবার শিলচর মালিনিবিল স্থিত ভারত সেবাশ্রম সঙ্ঘে পা রাখবেন I পরদিন ১২ সেপ্টেম্বর রবিবার সকালে সেখানে সাধন ও দীক্ষা দান করবেন I ১৩ সেপ্টেম্বর সোমবার হাইলাকান্দি, ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার করিমগঞ্জে ধ্যানেশানন্দ মহারাজ সাধন ও দীক্ষাদান করবেন৷ ১৫ সেপ্টেম্বর তাঁর একই ধরনের কর্মসূচি রয়েছে শিলচর তারাপুরের হিন্দু মিলন মন্দিরে I

মালিনিবিল স্থিত ভারত সেবাশ্রম সংঘে ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টায় হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলন, বৈদিক শান্তি যজ্ঞ এবং গুরু মহারাজের বিশেষ পূজা আরতি অনুষ্ঠিত হবে I সেই সম্মেলনে স্বামী ধ্যানেশানন্দ মহারাজ বক্তৃতা করবেন৷ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারত হিন্দু মিলন মন্দির সমূহের মুখ্য সংগঠক তথা ভারত সেবাশ্রম সঙ্ঘ গুয়াহাটি শাখার অধ্যক্ষ স্বামী সাধনানন্দ মহারাজ I প্রসঙ্গত, ভারত সেবা শ্রমসঙ্ঘ প্রচার দলের সন্ন্যাসী, ব্রহ্মচারী ও কর্মীদের উদ্যোগে এই হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলনের আয়োজন করা হয়েছে I

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker