Barak UpdatesHappeningsBreaking News
৫০ বছরের জৌলুস ছেড়ে কালীপূজায় জানিগঞ্জে ১০ মিনিটের শো
১২ নভেম্বর: জানিগঞ্জে কালীপূজার এ বার ৫০ বছর৷ তবু কোনও জৌলুসের দিকে যাচ্ছেন না পূজা কমিটির আয়োজক সদস্যরা৷ নিজেদের সংযত করে সাদামাটা পূজারই আয়োজন করছেন৷ কিন্তু দর্শনার্থীদের যে প্রত্যাশা রয়েছে তাঁদের দিকে! সে কথা মাথায় রেখে দশ মিনিটের একটা শো-র ব্যবস্থা করা হয়েছে৷ “সতীর দেহত্যাগ ও দক্ষযজ্ঞ” শীর্ষক শো-টি দেখানো হবে শনি, রবি ও সোমবার, সন্ধ্যা ৬টা থেকে৷
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে এ কথা জানান জানিগঞ্জ কালীপূজা কমিটির সভাপতি রাজকুমার পাল, উপদেষ্টা সুনীল পাল ও নন্দদুলাল সাহা, সহ সম্পাদক কাজল পাল, কো-অর্ডিনেটর পৃথ্বীশ পাল৷ সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন লিটন পাল, পাপ্পু বণিক, প্রিয়াংশু পাল, অভি পালও৷
তাঁরা জানান, আলো-শব্দ-নৃত্যে শো-টি পরিবেশন করবে ত্রিপুরার শিবম নাট্য সংস্থা৷ নির্দেশক কমল দেব৷
কোভিড বিধি পুরো মেনে চলার অঙ্গীকার করে জানিগঞ্জ কালীপূজা কমিটির কর্মকর্তারা বলেন, এ বারের পুজো আগের মত ভুঁঞাগদির সামনে রাস্তার ওপর করা হচ্ছে না৷ হবে পাশেই একটি ফাঁকা জায়গায়৷ রাস্তার একদিকে পুজো, অন্যদিকে শো৷ করোনা আবহে রাস্তার পরিসর যেন না কমে, সে দিকে খেয়াল রেখে বড় তোরণ নির্মাণ বা অন্য বছরের মত আলোকসজ্জা হবে না৷ থাকবে কৃত্রিম গাছে আলোর বাহার৷ তাঁরা দর্শনার্থীদের উদ্দেশে আহ্বান জানান, সবাই যেন মাস্ক পরে আসেন৷ স্যানিটাইজারের ব্যবস্থা তাঁরা করবেন৷