Barak UpdatesHappeningsBreaking News
৩ শিক্ষককে সম্মাননা, ৮ পরীক্ষার্থীর ফি দিল মালুগ্রামের উত্তরণ
২৭ ডিসেম্বর: এবারও মালুগ্রামের সামাজিক সংগঠন ‘উত্তরণ’ আয়োজন করল ‘বার্ষিক শিক্ষক সম্মাননা ও শিক্ষানুদান কর্মসূচি’। এবার ত্রয়োদশ বর্ষে তিনজন বিশিষ্ট শিক্ষাবিদ উমাকান্ত তেওয়ারি, চন্দ্রলেখা সিংহ এবং কৃষ্ণ প্রসাদ সিং ছেত্রীকে সংস্থার পক্ষ থেকে সম্মানিত করা হয়। সেই সঙ্গে এ অঞ্চলের ৮ জন মেধাবী ও আর্থিকভাবে অনগ্রসর মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে মাধ্যমিক পরীক্ষার ফি এবং বই দেওয়া হয়। দুই কৃতী ছাত্র লিটন নমঃশূদ্র ও ফাহিদ আহমেদকে ৩৬০০ টাকা করে বিশেষ বৃত্তি দেওয়া হয়। এবারে আরেক কৃতী ছাত্রী ( সংস্থা থেকে আগে অনুদানপ্রাপ্ত) দীপালি দেবকে স্নাতকোত্তর পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের জন্য কিছু বই ও সম্মাননা প্রদান করা হয়।
এদিনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার সভানেত্রী প্রতিমা দাস পাল। সম্মাননা, অনুদান প্রদান করেন সংস্থার পক্ষে বাবলি ভৌমিক, চয়ন গুপ্ত, স্মৃতিকণা পুরকায়স্থ, মনিলাল জায়গীরদার এবং সংস্থার সাধারণ সম্পাদক অরিন্দম চৌধুরী। উত্তরণের কর্মকর্তারা বলেন, এই সংস্থা গত ১৩ বছরে ৫১ জন শিক্ষাবিদকে সম্মান জানিয়েছে, ১১৬ জন মেধাবী ও আর্থিকভাবে অনগ্রসর ছাত্র-ছাত্রীকে অনুদান দিয়েছে। উচ্চশিক্ষার জন্য ২৭ জন আর্থিক ভাবে প্রতিকূলতার সম্মুখীন ছাত্র-ছাত্রীর পাশে দাঁড়িয়েছে৷