India & World UpdatesHappeningsBreaking News
৩৭০ অনুচ্ছেদ বাতিল ইস্যুতে সুপ্রিম কোর্টে শুনানি শুরু
ওয়েটুবরাক, ৩ আগস্ট : জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বা অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের বিরুদ্ধে দায়ের করা সবগুলো মামলার শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে বুধবার মামলাগুলোর শুনানি শুরু হয়৷
৩৭০ ধারা বাতিলের কেন্দ্রীয় পদক্ষেপের বিরুদ্ধে আবেদনকারী পক্ষের হয়ে বুধবার শুনানিতে অংশ নেন আইনজীবী কপিল সিব্বাল। তিনি বলেন, জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত আদৌ সাংবিধানিক কোনো পদক্ষেপ নয়। পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্ত।
শীর্ষ আদালত জানিয়েছে, সোম ও শুক্রবার বাদে প্রতিদিনই চলবে মামলাগুলোর শুনানি।
২০১৯ সালের ৫ আগস্ট রাজ্যসভায় জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা দানকারী ৩৭০ নম্বর ধারা প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পর সংসদের দুই কক্ষে ৩৭০ বাতিলের বিল পাসের ফলে বিশেষ মর্যাদা হারায় কাশ্মীর। সেই সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’ দাবি করে শীর্ষ আদালতে মোট ২০টি আবেদন জমা পড়ে।