India & World UpdatesHappeningsBreaking News
৩৬ মাসেই রামমন্দির, জানাল ভিএইচপি
১৫ ফেব্রুয়ারি : অযোধ্যার রামমন্দির নির্মাণ একেবারে নির্ধারিত সময়ের মধ্যেই হবে। বিশ্ব হিন্দু পরিষদের ভাইস প্রেসিডেন্ট চম্পত রাই জানিয়েছেন, আগামী ৩৬ মাসের মধ্যে রামমন্দিরের নির্মাণ কাজ শেষ হবে। কানপুরে এক সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ৩৬ মাসের মধ্যেই কাজ শেষ হবে। খুব প্রয়োজন হলে এক-দু মাস বেশি লাগতে পারে। এর থেকে দেরি কখনই হবে না।
মুসলিম সম্প্রদায়ের অনেকে রামমন্দির নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তিনি তাদের ধন্যবাদ জানান। এদিকে, রামমন্দির নির্মাণের জন্য ভরতপুর পাথর খনি থেকে পাথর নিয়ে আসা হচ্ছে। তাঁর কথায়, রাজস্থান সরকার পাথর সরবরাহে নিষেধাজ্ঞা তুলে নিলে কাজ আরও দ্রুত করা সম্ভব হবে।
অন্যদিকে, রামমন্দির নির্মাণের জন্য সারা দেশ থেকে অর্থ তুলে তহবিল গঠনের কাজ চলছে। ইতিমধ্যেই প্রায় দেড় হাজার কোটি টাকা অর্থ উঠেছে। রামমন্দির ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দদাস গিরি জানিয়েছেন, দেশের ৪ লক্ষ গ্রাম ও ১১ কোটি পরিবারের কাছে পৌছনোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। গত ১৫ জানুয়ারি থেকে এই অনুদান সংগ্রহের কাজ চলছে।