Barak UpdatesHappeningsBreaking News

২ দিনের পরিত্যক্ত শিশুকে করোনামুক্ত করলেন ১৯ বছরের অর্পিতা

১২ আগস্ট: হাইলাকান্দিতে রাস্তার ধারে পাওয়া গিয়েছিল তাকে৷ বয়স দুইদিনের বেশি নয়৷ তার দেহেই বাসা বাঁধে করোনা ভাইরাস৷ পক্ষকাল আইসোলেশনে থাকার পর এখন সে সুস্থ৷ এর পুরো কৃতিত্ব শিলচরের নিবেদিতা নারী সংস্থার ১৯ বছর বয়সি আয়া অর্পিতা দাসের৷

উদ্ধারের পরই শিশুটিকে পুলিশ নিবেদিতা নারী সংস্থায় পাঠিয়ে দিয়েছিল৷ তাঁরা শিশুটির করোনা পরীক্ষা করালে পজিটিভ ধরা পড়ে৷ এখন কী করা, চিন্তায় পড়ে যান সংস্থাপ্রধান দিবা রায়৷ দুইদিনের শিশু! দিবাদেবী বললেন, আগে থেকেই হোমে আইসোলেশন রুম রয়েছে৷ ওই রুমে রাখা হয় শিশুটিকে৷ সঙ্গে থাকার জন্য বলা হয় অর্পিতা দাসকে৷ করোনা সংক্রমণের কথা জেনেও সে পিছিয়ে যায়নি৷ সংস্থার তরফে গ্লাভস দিয়ে দেওয়া হয়৷ আর সারাক্ষণ মাস্ক পরে থাকতে বলা হয়৷ মঙ্গলবার শিশুর সঙ্গে অর্পিতারও কোভিড পরীক্ষা হয়৷ দুজনেরই রিপোর্ট আসে নেগেটিভ৷

দিবাদেবী জানান, মঙ্গলবার রিপোর্ট আসার আগে তাদের হোমে তিনজন পজিটিভ ছিলেন৷ শিশুটি ছাড়াও ১৬ বছরের এক তরুণী এবং ১৩ বছরের এক কিশোরী৷ তরুণীকে অপহরণ মামলায় উদ্ধার করে তাঁদের কাছে নিয়ে গিয়েছিল পুলিশ৷ মঙ্গলবার নেগেটিভ হওয়ায় বুধবার পুলিশ তাকে আদালতে নিয়ে গিয়েছে৷ ফলে এই সময়ে আইসোলেশন রুমে শুধু ১৩ বছরের এক কিশোরী রয়েছে৷ সে এক বাড়িতে পরিচারিকার কাজ করছিল৷ চাইল্ডলাইন উদ্ধার করে হোমে নিয়ে যায়৷ এর পরই করোনা ধরা পড়ে৷

দিবাদেবীর কথায়, অর্পিতাকেও বছর চারেক আগে চাইল্ডলাইন ঊদ্ধার করে এই হোমে দিয়েছিল৷ মা নেই৷ বাবা বা নিকটাত্মীয় কেউ দায়িত্ব নিতে আসেন না৷ তাই ১৮ বছর পেরনোর পর তাঁরাই তাকে আয়া হিসাবে নিযুক্তি দেন৷ এখন কেউ হোমে গেলেই অর্পিতা এগিয়ে গিয়ে তার দায়িত্ব নেয়৷ পজিটিভ-নেগেটিভেও বাছবিচার নেই৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker