Barak UpdatesHappeningsSportsBreaking News

২৯ আগস্ট থেকে খোলা হবে ডিএসএর প্রধান গেট, তিনটি অ্যাকাডেমি

ওয়েটুবরাক, ২৫ আগস্ট : আজ বুধবার শিলচর ডিএসএ -র দুটি পৃথক সভা অনুষ্ঠিত হয়৷ সেখানে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস থেকেই হাঁটা এবং শারীরিক চর্চার জন্য সকালে সাড়ে চার ঘন্টা ডিএসএ -র প্রধান ফটক খোলা রাখা হবে। ওই দিন থেকেই শুরু হবে সংস্থার ক্রিকেট , ব্যাডমিন্টন ও টিটি অ্যাকাডেমি । তিনটি অ্যাকাডেমির জন্য এসওপি তৈরি করেছে ডিএসএ। ১৪-ঊর্ধ্ব খেলোয়াড়রাই অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে পারবে। প্রত্যেক প্রশিক্ষার্থীকে অভিভাবকের অনুমতি পত্র সঙ্গে আনতে হবে। অ্যাকাডেমি সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য টিটি ও ব্যাডমিন্টনের জন্য দুজন শাখা সদস্যকে বিশেষ  দায়িত্ব দেওয়া হয়েছে । ব্যাডমিন্টনের দায়িত্ব পালন করবেন প্রবীর দাস এবং টিটি-র দায়িত্ব দেওয়া হয়েছে পৃথ্বীশ পালকে।

Rananuj

শিলচর ডিএসএ-র সাধারণ সম্পাদক বিজেন্দ্রপ্রসাদ সিং জানান, সকালে হাঁটার জন্য  সকাল সাড়ে পাঁচটা থেকে দশটা পর্যন্ত গেট খোলা থাকবে। হাঁটা বা শরীর চর্চার জন্য এই সময়ে ১০-অনূর্ধ্বরা যেতে পারবে না।  সরকারি বিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে সবাইকে শরীর চর্চা করতে বিজেন্দ্রপ্রসাদ অনুরোধ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker