India & World UpdatesHappeningsBreaking News
২৬টি কেন্দ্রীয় সংস্থা বেসরকারিকরণ হচ্ছে
৭ সেপ্টেম্বর: ২৩ টি নয়, বেসরকারিকরণ করা হচ্ছে ২৬ টি সরকারি প্রতিষ্ঠানকে। একটি আরটিআই রিপোর্টে এমন তথ্যই সামনে এসেছে।করোনাকালে প্রচণ্ড আর্থিক সঙ্কটে পড়েছে দেশ। আর্থিক বিপর্যয় এমনটাই রূপ নিয়েছে যে জিডিপি স্তর ক্রমশ তলিয়ে যাচ্ছে। ফলে এই মুহূর্তে বেসরকারিকরণ সূত্রই হাল ফেরাতে পারে অর্থনীতির, এমন ভাবনা নিয়েই এগোচ্ছে সরকার।
যদিও, এব্যাপারে দেশের অর্থমন্ত্রী আগে থেকেই জানিয়ে রেখেছিলেন। গত ২৬ জুলাই অর্থমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন বেসরকারিকরণ সিদ্ধান্তের কথা। মোদি ক্যবিনেটও ইতিমধ্যে তাতে সম্মতি দিয়ে দিয়েছে। কিন্তু ঘোষণায় ২৩টির কথাই উল্লেখ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা। তাছাড়া, কোন কোন প্রতিষ্ঠান এই তালিকায় রয়েছে, তাও সাফ করেননি। তবে, এবারে আরটিআই রিপোর্টে দেখা গেছে, ২৩ নয়, ২৬ সেক্টর বেসরকারিকরণ করতে চলেছে কেন্দ্র। প্রকাশ্যে এসেছে নামগুলোও।
রিপোর্ট অনুযায়ী প্রাইভেটাইজেশন হতে চলেছে- প্রোজেক্ট এন্ড ডেভেলপমেন্ট ইন্ডিয়া লিমিটেড, ইঞ্জিনিয়ারিং প্রোজেক্ট ইন্ডিয়া লিমিটেড, পবনহংস লিমিটেড, বি অ্যান্ড আর কোম্পানি লিমিটেড, এয়ার ইন্ডিয়া, সেন্ট্রাল ইলেকট্রনিকস লিমিটেড, সিমেন্ট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড (নগাঁও ইউনিট), ইন্ডিয়ান মেডিক্যাল এন্ড ফার্মাসিটিক্যাল কর্পোরেশন লিমিটেড, সেলিম স্টিল প্ল্যান্ট-ভদ্রাবতী স্টিল প্ল্যান্ট- দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ফেরো স্কার্প নিগম লিমিটেড,নাগারনর স্টিল প্ল্যান্ট অব এনডি এমসি, ভারত আর্থ মুভার্স লিমিটেড, এইচএলএল লাইফ কেয়ার, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড, কন্টেনার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড, নীলাচল ইস্পাত নিগম লিমিটেড, হিন্দুস্তান প্রিফ্যাব লিমিটেড, ভারত পাম্পস এন্ড কম্প্রেসরস লিমিটেড, স্কুটার্স ইন্ডিয়া লিমিটেড, হিন্দুস্তান নিউজপ্রিন্ট লিমিটেড, কর্নাটক এন্টিবায়োটিক্স ফার্মাসিটিক্যালস লিমিটেড, বেঙ্গল কামিক্যালস এন্ড ফার্মাসিটিক্যালস লিমিটেড, হিন্দুস্তান এন্টিবায়োটিক্স লিমিটেড, ইন্ডিয়ান টুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন ও হিন্দুস্তান ফ্লুরোকার্বন লিমিটেড।