India & World UpdatesHappeningsBreaking News
২৪-র লোকসভা ভোটের জন্য বিশেষ ক্ষমতাসম্পন্ন কমিটি গড়ছেন সোনিয়া
ওয়েটুবরাক, ২৫ এপ্রিলঃ ২০২৪ সালের লোকসভা ভোটকে ‘পাখির চোখ’ করছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। সে জন্য বিশেষ ক্ষমতাসম্পন্ন এক কমিটি গড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ সোমবার দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা জানিয়েছেন, ‘‘আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জগুলি মোকাবিলার দায়িত্ব থাকবে ওই বিশেষ ক্ষমতাসম্পন্ন কমিটির হাতে।’’
আগামী ১৩ মে রাজস্থানের উদয়পুরে কংগ্রেসের তিনদিনের ‘চিন্তন শিবির’ আয়োজিত হচ্ছে। সেখানে প্রায় ৪০০ প্রতিনিধি উপস্থিত থাকবেন। ওই শিবিরেই বিশেষ ক্ষমতাসম্পন্ন কমিটিটি ঘোষণা করা হতে পারে।
কংগ্রেসের পুনরুত্থানের জন্য ইতিমধ্যেই পিকে-র তরফ একগুচ্ছ প্রস্তাব পেশ করা হয়েছে। তাঁর পরামর্শ, লোকসভা ভোটের আগে গান্ধী পরিবারের বাইরের কাউকে দলের সহ-সভাপতি বা কার্যনির্বাহী সভাপতি করা হোক। গান্ধী পরিবারের কেউ সভাপতি পদে থাকলেও আদতে সেই সহ-সভাপতি বা কার্যনির্বাহী সভাপতিকেই বিভিন্ন রাজ্যে ও লোকসভা নির্বাচনের দায়িত্ব দেওয়ারও সুপারিশ করেছেন তিনি। পিকে সুপারিশ করেছেন, ২০২৪ সালের লোকসভা ভোটে ৩৭০টি আসনে কংগ্রেসের একা লড়া উচিত।