Barak UpdatesBreaking News
২৪ ভাষার কবি সাহিত্যিকদের নাম ঘোষণা করল সাহিত্য অ্যাকাডেমি
৫ ডিসেম্বর : ঐতিহ্যবাহী সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার বুধবার ঘোষণা করা হয়েছে। মোট ২৪টি ভাষায় পুরস্কার দেওয়া হয়েছে। ২০১৮ সালের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারের তালিকার মধ্যে রয়েছে সাতটি কবিতা সংকলন, ৬টি উপন্যাস, ৬টি ছোটগল্প, তিনটি সাহিত্য সমালোচনা ও দুটি রচনা।
বাংলায় ছোটগল্পের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন বিশিষ্ট লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়। এছাড়াও কাশ্মীরিতে মুস্তাক আহমেদ মুস্তাক ও মৈথিলী ভাষায় ছোটগল্প লিখে পুরস্কার পেয়েছেন অধ্যাপক বীণা ঠাকুর। কবিতা সংকলনের জন্য পুরস্কার পেয়েছেন অসমিয়াতে সান্ত্বনা তাঁতি, কঙ্কনিতে পরেশ নরেন্দ্র কামাত, মালয়ালমে এস রামেসান নায়ার এবং সংস্কৃতে ড. রমাকান্ত শুক্লা।
উপন্যাসের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে মনোনীত হয়েছেন ডগরি ভাষায় ইন্দরজিত কেশর, ইংরেজিতে এনিস সেলিম, হিন্দিতে চিত্র মুদ্গল। অ্যাকাডেমির পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, আগামী বছরের ২৯ জানুয়ারি নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে এই কবি সাহিত্যিকদের পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে।