Barak UpdatesHappeningsBreaking News

২২-২৩ জানুয়ারি শিলচরে সরকারি কর্মচারীদের ইনডোর গেমস

ওয়েটুবরাক, ৩১ ডিসেম্বর : শিলচর জেলা কর্মচারী পরিষদের সহযোগিতায় এবং সারা অসম প্রাথমিক শিক্ষক সংস্থা, শিলচর শাখা  আয়োজিত আসাম গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড টিচার্স ইউনাইটেড গেমসের পঞ্চম সংস্করণের ইনডোর খেলা আগামী ২২ ও ২৩ জানুয়ারি শিলচর ডিএসএ ব্যাডমিন্টন ইনডোর স্টেডিয়ামে এবং ২৪ জানুয়ারি একই স্থানে ক্রিকেট এবং অন্য সব ইনডোর খেলার পুরস্কার বিতরণ করা হবে ।

Rananuj

ইনডোর গেমসে থাকছে ব্যাডমিন্টন-(ম্যানস সিঙ্গেলস, ম্যানস ডাবলস, ম্যানস ৪৫ উর্দ্ধ ডবলস, ওমেন্স সিঙ্গেলস এবং মিক্সড ডবলস), টেবিল টেনিস -(মেনস সিঙ্গেলস ,ম্যান্স ডবলস, ওমেন্স সিঙ্গেলস এবং মিক্সড ডবলস), কেরাম – (মেনস সিঙ্গেলস ,ম্যান্স ডবলস, ওমেন্স সিঙ্গেলস) এবং দাবা ৷

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক আসাম সরকারের চাকরিজীবীদের আগামী ১০ জানুয়ারির মধ্যে নাম নথিভুক্ত করার জন্য সাধারণ সম্পাদক দীপায়ন পাল এবং ক্রীড়া সমন্বয়ক শুভাশিস চক্রবর্তী ( ৯৭০৬৯৪২৪০৫) অনুরোধ জানিয়েছেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker