NE UpdatesAnalyticsBreaking News
২২ থেকে ৩০ সন্তান জন্ম দেবার উপযুক্ত সময় : মুখ্যমন্ত্রী
গুয়াহাটি, ২৮ জানুয়ারি : রাজ্যে বাল্য বিবাহ এবং ১৮ বছরের নিচে থাকা মেয়েদের সন্তান জন্ম দেওয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এ কথা জানিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, এই কঠোর সিদ্ধান্তের প্রেক্ষিতে হয়তো হাজার হাজার স্বামী আগামী ৫-৬ মাসের মধ্যে গ্রেফতার হবেন। কয়েকজনের যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। কারণ ১৪ বছরের নিচে থাকা বয়সের মেয়েদের গায়ে হাত দিলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে, ওই মেয়েটি কোনও ব্যক্তির স্বামী হলেও এই ব্যবস্থা কার্যকর হবে। তিনি বলেন, ঠিক একইভাবে ১৮ বছরের নিচে থাকা মেয়েদের বিয়ে করালে তা আইনমতে গ্রহণযোগ্য নয়।
আজ গুয়াহাটির শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, বাল্য বিবাহ ও শিশুর জন্ম রোধ করতে পারলে আমরা প্রসূতি ও শিশুর মৃত্যু রোধ করার ক্ষেত্রে যথেষ্ট সফলতা লাভ করতে পারব।এনএইচএম এই কাজটি হাতে নিয়েছে।
অন্যদিকে মুখ্যমন্ত্রী এও বলেছেন, আমি বাল্য বিবাহ রোধ করার কথা বলছি, কিন্তু আবার বেশি বয়সেও বিয়ে করা ঠিক নয়। এমন হলেও নানা ধরনের জটিলতা দেখা দেয়। ঠিক যেমন একেবারে কম বয়সে সন্তানের জন্ম দিলে সমস্যা হয়, তেমনি ২৮, ৩০ ও ৩৫ বছরেও সন্তানের জন্ম দিলে নানা সমস্যা দেখা দেয়। ফলে সন্তান জন্ম দেবার উপযুক্ত সময় হচ্ছে ২২ থেকে ৩০ বছর। এর কম হবে না, বেশি হওয়াও উচিত নয়। মুখ্যমন্ত্রী বলেন, ভগবান আমাদের শরীরকে এমনভাবে তৈরি করেছেন যে, ২২ থেকে ৩০ বছর বয়সের মধ্যে সন্তান জন্ম দেওয়া উচিত। ফলে এই বয়সের যারা এখনও বিয়ে করেননি, তাদের খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসা প্রয়োজন।