Barak UpdatesHappeningsSportsBreaking News
১ ডিসেম্বর থেকে শিলচরে ফেনসিংয়ের রাজ্য স্তরের প্রতিযোগিতা
ওয়েটুবরাক, ২৯ নভেম্বর : আগামী ১ ডিসেম্বর থেকে শিলচরে অনুষ্ঠিত হবে ফেনসিংয়ের রাজ্য স্তরের প্রতিযোগিতা৷ তিনদিনের প্রতিযোগিতায় মূলত দুটি বিভাগ৷ ২০ বছরের ঊর্ধ্বে সিনিয়র ও অনূর্ধ্বে জুনিয়র৷
কাছাড় ডিস্ট্রিক্ট ফেনসিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বুধবার সাংবাদিকদের জানান, তিনদিনের প্রতিযোগিতা হবে রামনগর স্থিত ডন বস্কো স্কুলে৷ ১ ডিসেম্বর বেলা ১১টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে৷ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ১৭৫ জন প্রতিযোগী অংশ নেবেন৷ স্কুলের ছাত্রাবাসে তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে৷
অ্যাসোসিয়েশনের সভাপতি রুদ্রনারায়ণ গুপ্ত বলেন, রাজ্য স্তরের এই প্রতিযোগিতার পরই তাঁরা কাছাড় জেলায় ফেনসিং প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেবেন৷ এই সময়ে ইটখলা, লক্ষীপুরের তোলেনগ্রাম ও সোনাইয়ে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে৷ তাঁরা চাইছেন, কয়েকটি স্কুলে অ্যাকাডেমি চালুর প্রস্তাব নিয়ে যেতে৷ ডন বস্কো স্কুলের সঙ্গে এ ব্যাপারে প্রাথমিক কথাবার্তা হয়েছে৷ রামানুজ বিদ্যামন্দিরও উদ্যোগ নিয়েছে৷ আরও কয়েকটি স্কুলকে সম্মত করানো গেলে আগামী বছর পাঁচেকের মধ্যে ফেনসিং সম্পর্কে ভিন্ন পরিবেশের সৃষ্টি হবে, মানুষের মধ্যেও এই ক্রীড়া সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে বলে আশাবাদী অ্যাসোসিয়েশনের সচিব পূর্ণেন্দু দাস৷
এ দিন সাংবাদিকদের সঙ্গে ফেনসিঙের এই রেঙ্কিং টুর্নামেন্ট নিয়ে মত বিনিময় করেন ডিএসএর সহসচিব দেবাশিস সোম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক চন্দন শর্মা, এনআইএস কোচ সন্ধ্যা সিংহ প্রমুখ৷