NE UpdatesHappeningsBreaking News
১৮২ যাত্রী নিয়ে মণিপুর থেকে বিশেষ বিমান পৌছল আগরতলায়
ওয়ে টু বরাক, ৭ মে ঃ মণিপুর থেকে যাত্রী নিয়ে প্রথম বিমানটি অবতরণ করল আগরতলায়। রবিবার বেলা দেড়টা নাগাদ আগরতলার এমবিবি বিমানবন্দরে মণিপুরে পাঠরত ছাত্রছাত্রী সহ মোট ১৮২ জন যাত্রী নিয়ে বিমানটি এসে পৌছেছে। গোষ্ঠী সংঘর্ষে বিধ্বস্ত মণিপুর থেকে আসা এই যাত্রীদের এ দিন বিমান বন্দরে স্বাগত জানান ত্রিপুরার যোগাযোগ মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ বিজেপি সভাপতি অমিত রক্ষিত এবং অন্য সরকারি আধিকারিকরা।
এ ব্যাপারে ত্রিপুরার মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ত্রিপুরার অনেক ছাত্রছাত্রী মণিপুরে পড়াশোনা করছে। কিন্তু সে রাজ্যের সাম্প্রতিক ঘটনায় তারা আটকে পড়েছিল। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বিষয়টি খুব জরুরি ভিত্তিতে নিয়েছেন এবং এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সঙ্গে কথা বলেছেন। এরপরই তাঁদের রাজ্যে ফিরে আসার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। মণিপুরে আটকে পড়া বাকি যাত্রীদেরও একইভাবে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
এর আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছিলেন, মণিপুরে ২০৮ জন ছাত্রছাত্রী আটকে পড়েছেন। তাঁদের বিশেষ বিমানে করে রাজ্যে নিয়ে আসার ব্যবস্থা করা হবে।