Barak UpdatesHappeningsBreaking News

১৪৪: ডলু চা বাগান বাঁচাও সমন্বয় সমিতির গণমিছিল, সমাবেশ স্থগিত

বুধবার জেলা জুড়ে কালোদিবস পালনের আহ্বান

ওয়েটুবরাক, ১৪ জুন : ডলু বাগানে লক্ষ লক্ষ চা গাছ উপড়ে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের প্রয়াসের বিরুদ্ধে ১৫ জুন বুধবার যে গণমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছিল, ১৪৪ ধারা জারির প্রেক্ষিতে তা স্থগিত করা হয়েছে৷ এর বদলে বুধবার কালোদিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷  মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডেকে এ কখা জানান ডলু চা বাগান বাঁচাও সমন্বয় সমিতির কর্মকর্তা নির্মলকুমার দাস, হিল্লোল ভট্টাচার্য, অরিন্দম দেব, প্রদীপ নাথ ও বিশ্বজিত দাস৷ তাঁদের অভিযোগ, ডলু বাঁচাও আন্দোলন বানচালেরই লক্ষ্যে আচমকা ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ কিন্তু কোনও গণতান্ত্রিক আন্দোলন এ ভাবে দমিয়ে রাখা যায় না৷ বুধবার তাই গণতন্ত্র হত্যার প্রতিবাদে জেলা জুড়ে কালোদিবস পালন করবেন তাঁরা৷ ১৪৪ ধারার কথা মাথায় রেখে নানা পন্থায় তাঁরা প্রতিবাদ জানাবেন বলেও জানিয়ে রেখেছেন৷

অরিন্দম দেব বলেন, ডলুকাণ্ডে কী ধরনের অনিয়ম হয়েছে, মুখ্যমন্ত্রী, বিজেপির স্থানীয় নেতৃত্ব, জেলা প্রশাসন, মালিক পক্ষ, ইউনিয়নগুলির কথাবার্তা শুনলেই বোঝা যায়৷ একের কথার সঙ্গে অন্যের কথার মিল নেই৷ একই মানুষের একদিনের সঙ্গে আরেক দিনের কথার সামঞ্জস্য থাকে না৷ এমনকী যে জমি অধিগ্রহণ নিয়ে এত কথা, ক্ষতিপূরণেরও এক কিস্তি প্রদান করা হয়েছে, সেই জমির প্রকৃত মালিক কে, এই প্রশ্নও উঠছে৷ প্যাটেল গ্রুপের দাবি, জমি নিয়ে মোটেও আইনি ফয়সলা হয়নি৷ বিষয়টি এখন ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনালে বিচারাধীন৷ প্যাটেল গ্রুপ সে কথা গত এগারো জুন বিমানবন্দর কর্তৃপক্ষের এনই রিজিয়নাল হেড ও শিলচর এয়ারপোর্ট ডিরেক্টর, রাজ্য পরিবহন সচিব, অতিরিক্ত জেলাশাসক (রাজস্ব) এবং শ্রম বিভাগের সহকারী কমিশনারকে চিঠি পাঠিয়ে দিয়েছেন বলে অরিন্দম জানিয়েছেন৷

তিনি বলেন, তাই ডলু চা বাগান বাঁচাও সমন্বয় সমিতি বিষয়টি নিয়ে গৌহাটি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে৷ গত শুক্রবার তাঁদের পক্ষে রিট পিটিশন দাখিল করেছেন অসম মজুরি শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক মৃণালকান্তি সোম৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker