HappeningsBreaking News
১২ ও ১৩ মার্চ উধারবন্দ জগন্নাথ সিং কলেজে ন্যাক প্রতিনিধি দল
ওয়েটুবরাক, ১০ মার্চ : ১৯৯৮ সালে উধারবন্দ অঞ্চলের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান উধারবন্দ জগন্নাথ সিং কলেজের যাত্রা শুরু হয়। সে সময় বিনা পারিশ্রমিকে শিক্ষা দান করে এই কলেজের চলার পথকে মসৃণ করেছেন অসংখ্য শিক্ষাদরদী, শিক্ষাপ্রেমী৷ বহু সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, এমনকী সাধারণ জনতার স্বপ্নের ফসল আজকের এই শিক্ষা প্রতিষ্ঠান। একে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ হিসাবে আগামী ১২ এবং ১৩ মার্চ প্রথমবারের মত জাতীয় স্তরের মূল্যায়নের আয়োজন করা হয়েছে৷ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডেশন কাউন্সিল (ন্যাক )-এর তিন সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ওই দুই দিন জগন্নাথ সিং কলেজ পরিদর্শন করবেন।
এই প্রেক্ষিতে অধ্যক্ষ ড. এস সমরেন্দ্র সিংহ এই অঞ্চলের প্রবীণ নাগরিক, শিক্ষাবিদ, শুভাকাঙ্ক্ষী, অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের আগামী মঙ্গল ও বুধবার কলেজে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।