Barak Updates
হেলিকপ্টারের ওড়ান বাতিল, সড়কপথে রাহুল পাঁচগ্রাম যাচ্ছেন
৯ এপ্রিলঃ বৃষ্টির দরুন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নিয়ে হেলিকপ্টার শিলচরের আকাশে উড়তে পারেনি। তাই তিনি সড়কপথেই রওয়ানা হয়েছেন পাঁচগ্রামের উদ্দেশে। সঙ্গে সুস্মিতা দেব। পাঁচগ্রামে আজ, মঙ্গলবার সকাল ১০টায় জনসভার নির্ধারিত সূচি ছিল। সকাল থেকেই আকাশ মেঘলা। মাঝেমধ্যেই বৃষ্টি নামছে। তবু রাহুল গান্ধীর বিমান কুম্ভীরগ্রামে নামতে অসুবিধে হয়নি। কিন্তু মুশকিল হয়ে দাঁড়ায় কুম্ভীরগ্রাম-পাঁচগ্রাম হেলিকপ্টারে। এ বার কী করা! কুম্ভীরগ্রাম থেকেই রাহুল গান্ধী পাঁচগ্রাম জনসভার খোঁজ নেন। বৃষ্টির মধ্যেও মাঠভর্তি মানুষ অপেক্ষায় শুনে তিনি সড়কপথেই যাওয়ার সিদ্ধান্ত নেন। শিলচরের কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেবও তাঁর এই সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।
এরই মধ্যে সাংবাদিকদের জন্য নির্মিত মঞ্চ ভেঙে পড়ায় এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। একজন সাংবাদিক জখম হয়েছেন। মাঠে উপস্থিত কংগ্রেস নেতৃবৃন্দ সঙ্গে সঙ্গে ছুটে যান। তাঁরা এই ধরনের ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন।
সকাল দশটার অনেক আগে থেকে বরাক উপত্যকার তিন জেলার নেতারা মাঠে চলে যান। তাঁদের মধ্যে রয়েছেন গৌতম রায়, সিদ্দেক আহমেদ, আতাউর রহমান মাঝারভুইয়া, রুমি নাথ প্রমুখ।
English text here