India & World UpdatesHappeningsBreaking News
হিমাচলের দুটি জেলায় লকডাউন ৩০ জুন পর্যন্ত
২৬ মে : হিমাচল প্রদেশের দুটি জেলায় আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। এই দুটি জেলা হচ্ছে হামিরপুর ও সোলান। তবে সারা রাজ্যে একইসঙ্গে লকডাউন বাড়ানো হয়নি বলে জানিয়েছে সরকার। হিমাচল প্রদেশের শিক্ষামন্ত্রী সুরেশ ভরদ্বাজ জানান, সারা রাজ্যে আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। তিনি বলেন, রাজ্য সরকার এ ধরনের কোনও সিদ্ধান্ত নেয়নি। সরকার পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন জেলা ম্যাজিস্ট্রেটদের লকডাউন বাড়ানোর ক্ষমতা প্রদান করেছে। এর অর্থ এ নয় যে, গোটা রাজ্যে কার্ফু বলবত করা হয়েছে। তিনি এও যোগ করেন, জেলা প্রশাসন প্রয়োজন পড়লে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে।
এই পাহাড়ি রাজ্যে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা দুশ অতিক্রম করেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি হয়েছেন ৬৩। মারা গেছেন ৫ জন। রাজ্যের ১২টি জেলার মধ্যে হামিরপুরেই মোট আক্রান্তের এক চতুর্থাংশ রয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী হামিরপুরে আক্রান্তের সংখ্যা ৬৩, সোলানে আক্রান্ত হয়েছেন ২১ জন। উল্লেখ্য, প্রহান্মন্ত্রীর নরেন্দ্র মোদির ঘোষণা করা লকডাউন শেষ হচ্ছে আগামী ৩১ মে।