India & World UpdatesBreaking News
হিন্দু বিরোধী মন্তব্য! ইয়েচুরির বিরুদ্ধে এফআইআর রামদেবের
৪ মে : হিন্দু-বিরোধী মন্তব্য করে গেরুয়া শিবিরের রোষের মুখে পড়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। হিন্দু ধর্ম হিংসায় ভরা বলে মন্তব্য করেছেন তিনি। এ বার এই ইস্যুতে তাঁর বিরুদ্ধে এফআইআর করলেন যোগগুরু রামদেব।সম্প্রতি এক সভায় ইয়েচুরি বলেন, রামায়ণ-মহাভারত থেকেই নাকি বোঝা যায় যে হিন্দু ধর্ম হিংসায় ভরা। তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই অভিযোগ দায়ের করেছেন যোগগুরু রামদেব। হরিদ্বারে এসএসপি-র কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর সঙ্গে অভিযোগ জানাতে গিয়েছিলেন আরও একাধিক সাধু।
বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ভোপালে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ইয়েচুরি বলেন, ‘রামায়ণ আর মহাভারতের মত ধর্মগ্রন্থে হিংসার ঘটনার কোটি কোটি উদাহরণ আছে।” তিনি বলেন, ‘আরএসএস প্রচারকেরা একদিকে এই গ্রন্থগুলোর উদাহরণ দেন, আরেকদিকে তাঁরাই বলেন, হিন্দুরা হিংস্র হতে পারে না। এই কথার মধ্যে কি লজিক আছে যে, এক বিশেষ ধর্মের মানুষেরাই শুধু হিংসা ছড়ায়, আর হিন্দুরা শান্তি!
এদিকে, এই বক্তব্য সামনে আসতেই হিন্দু সংগঠন ও দলগুলির পক্ষ থেকে বিরোধিতা এবং সমালোচনার ঝড় ওঠে৷ সীতারামের বক্তব্যের প্রেক্ষিতে শিবসেনার শীর্ষনেতা সঞ্জয় রাওত বলেন, ‘তাঁর রামায়ণ মহাভারত নিয়ে সমস্যা থাকলে নিজের নামটা আগে পরিবর্তন করুন৷’’
শিবসেনা নেতা আরও বলেন, ‘‘হিন্দুরা হিংস্র! মানেটা কী? রামায়ণ এবং মহাভারতের মূল বিষয় হল, খারাপের উপর ভালো-র বিজয়৷ মিথ্যেকে হারিয়ে সত্যের প্রতিষ্ঠা৷ রাম, কৃষ্ণ এবং অর্জুন হলেন সত্যের প্রতীক৷ কাল হয়তো তিনি বলবেন পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সীমান্তে যে সব জওয়ানরা লড়ছে তারা হিংস্র৷ যখন কাশ্মীরে আমরা পাকিস্তানের সন্ত্রাসবাদের প্রত্যুত্তর দিই সেটা হিংসা? সিপিএম সাধারণ সম্পদকের আদর্শই হল হিন্দুদের আক্রমণ করে নিজেকে সেকুলার প্রমাণ করা৷’’