NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
হিংসা ছেড়ে এবার মূলস্রোতে এনডিএফবি-র বিদাই ও বাথা সহ ৬০০ ক্যাডার
২২ জানুয়ারি : কেন্দ্র সরকারের সঙ্গে এনডিএফবি সংঘর্ষ বিরোধী চুক্তির প্রতি আস্থা প্রদর্শন করে অবশেষে মূলস্রোতে ফিরে এসেছেন সংগঠনের দুই দুর্ধর্ষ নেতা জি বিদাই ও বাথা। শান্তি আলোচনায় যোগ দেওয়ার জন্য বুধবার কোকরাঝাড় জেলার গোঁসাইগাঁও-এর রাঙাপাড়ায় সংগঠনের উপাধ্যক্ষ তথা সেনাপ্রধানের দায়িত্বে থাকা জি বিদাই ও সিনিয়র কমান্ডার বাথা সহ এনডিএফবি-র ৬০০ ক্যাডার মিলিত হয়।
দীর্ঘদিনের সশস্ত্র সংগ্রাম পরিত্যাগ করে মূল স্রোতে ফিরে আসা সদস্যদের স্বাগত জানান সংগঠনের অধ্যক্ষ বি সাওরাইগাওরা ও সাধারণ সম্পাদক বি আর সারেঙ্গা। এরপর কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সংগঠনের নেতা দুজনের সঙ্গে অন্য সদস্যদের ভারত-ভুটান সীমান্তে থাকা দিঘিলি ডেজিগনেটেড শিবিরে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক শান্তি চুক্তির জন্য একটি খসড়া প্রস্তুত করছে। এই খসড়ায় সশস্ত্র বিদ্রোহী সংগঠনের তিনটি গোষ্ঠীকে জড়িত করা হয়েছে। এর আগে হিংসার পথ পরিহার করে শান্তি প্রক্রিয়ায় যোগ দেওয়ার জন্য এনডিএফবি সাওরাইগাওরা গোষ্ঠীর প্রায় ৫০ জন সদস্যের একটি দল মায়ান্মার থেকে আসামে আসে। প্রসঙ্গত, বিদাই ধারাবাহিক বোমা বিস্ফোরণ, প্রিয়া বসুমাতারির হত্যাকাণ্ড, ২০১৪ সালের দুটি ধারাবাহিক হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিল।