India & World UpdatesHappenings

হাথরসে নির্যাতিতার পরিবারের নিরাপত্তায় মোতায়েন সিআরপিএফ

১ নভেম্বর : হাথরস কাণ্ডে নির্যাতিতার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হলো সিআরপিএফ জওয়ানদের। অবশ্য আদালতের তরফে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল নির্যাতিতার পরিবারের নিরাপত্তার দায়িত্ব যেন সিআরপিএফদের হাতে দেওয়া হয়। সেই নির্দেশ মেনে এ বার পদক্ষেপ নিল সরকার। জানা গেছে, এ দিন সিআরপিএফের ২৩৯ বি ব্যাটেলিয়নের জওয়ানরা নির্যাতিতার গ্রামে গিয়েছিলেন। সেখানে ১০০ জওয়ানকে নির্যাতিতার পরিবারের লোকজনদের নিরাপত্তার দায়িত্বে রাখা হবে। এছাড়া বেশকিছু পুলিশকর্মীও থাকবেন নিরাপত্তার দায়িত্বে। এ দিন নির্যাতিতার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন সিআরপিএফ আধিকারিকরা। পাশাপাশি পরিবারের মহিলা সদস্যদের জন্য থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। রাখা হচ্ছে মহিলা পুলিশ কর্মীদেরও।

জানা গেছে, এ দিন নির্যাতিতার গ্রাম ও বাড়ির সবদিক খুঁটিয়ে পরীক্ষা করেন জওয়ানরা। উপস্থিত ছিলেন সিআরপিএফের মহিলা উইংয়ের সদস্যরাও। বর্তমানে সিআরপিএফের মহিলা উইংয়ের ২৫ জন কর্মীকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হবে। প্রয়োজনে তা আরও বাড়ানো হবে। পাশাপাশি রামপুর ব্যাটেলিয়ান থেকে রবিবারই জওয়ানরা নির্যাতিতার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য দায়িত্ব নিয়ে নেবেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা থাকবে। অন্যদিকে, আদালতের তরফে আগেই জানানো হয়েছিল হাথরস কাণ্ডের তদন্তের গতি প্রকৃতির উপর নজর রাখবেন খোদ বিচারপতি। সেইমতো সিবিআইকে তদন্তের রিপোর্ট আদালতে পেশ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker