NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
হাতে চোট পেয়েছেন সুস্মিতা, চিকিৎসাধীন ৪ সঙ্গী, উদ্বেগে কাছাড় তৃণমূল
ওয়েটুবরাক, ২২ অক্টোবর : ত্রিপুরার আমতলি বাজারে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের উপর আক্রমণের ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানান কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস৷ তাঁরা এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে মন্তব্য করেন৷ সাধারণ সম্পাদক ডাঃ এম শান্তি কুমার সিংহ বলেন, মহিলাদের গায়ে হাত তুলে বিজেপি কর্মীরা চরম অশালীনতার পরিচয় দিয়েছে৷
আসলে ত্রিপুরায় বিজেপি দল এবং তাদের সরকার তৃণমূলকে মাঠে দেখেই ভয় পেয়ে গিয়েছে। শান্তিকুমার সুস্মিতা দেবকে ফোনে না পেয়ে খবরের সত্যতা জানতে ত্রিপুরা রাজ্য তৃণমূল কংগ্রেস স্টিয়ারিং কমিটির সদস্য আশিসলাল সিংহের সঙ্গে কথা বলেন৷ জানতে পারেন, সাংসদ সুস্মিতা দেব হাতে চোট পেয়েছেন। এছাড়া শর্মিষ্ঠা দেব সরকার, মামন খান, দীপান্বিতা চক্রবর্তী ও অমিত সাহা আক্রান্ত হয়ে আইএলএস হসপিটালে চিকিৎসাধীন।
তাঁর কথায়, এই ঘটনা প্রমাণ করে, ত্রিপুরাতে আইন-শৃঙ্খলা বলে কিছুই নেই। তাই বিপ্লব দেব সরকারের কাছে দাবি জানিয়ে লাভ নেই৷ তদন্তক্রমে দোষীদের শনাক্ত করে শাস্তি প্রদান করতে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
People of #Tripura will give a befitting response to this BARBARIC ATTACK!
Police must immediately stop acting as mere spectators. This collapse of law and order is unacceptable. WE DEMAND JUSTICE!#ShameOnBJP pic.twitter.com/700tdmRBM8
— AITC Tripura (@AITC4Tripura) October 22, 2021