Barak UpdatesBreaking News

হাতিখিরা বাগানে ৫ মাস ধরে লকআউট, সমাধানে বৈঠক ৯ মার্চ

৪ মার্চ: করিমগঞ্জ জেলার হাতিখিরা চা বাগান সরকার অধিগ্রহণ করতে চলেছে৷ কী করে তা চালানো হবে, এ নিয়েই সভাসমিতি চলছে এখন৷ করিমগঞ্জের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার জেলা প্রশাসনের সহযোগিতায় বাগান খোলার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন৷

Rananuj

তিনি জেলাশাসক আনবুমাথান এমপি-কে জানান, ৫ মাস ধরে বাগানটি বন্ধ রয়েছে৷ এতদিন লকআউট চলতে পারে না৷ বাগান মালিক কোম্পানি অবশ্য আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করে বোর্ড অব ডিরেক্টর ভেঙে দিয়েছে৷ এই অবস্থায় কী করণীয়, তা চূড়ান্ত করতে ৯ মার্চ সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে জেলা প্রশাসনের তরফে বৈঠক ডাকা হয়েছে৷

হাতিখিরা বাগানের লকআউট প্রসঙ্গ বুধবার বিধানসভায় তুলেছিলেন কংগ্রেস বিধায়ক রাজদীপ গোয়ালা৷ শ্রমমন্ত্রী সঞ্জয় কিষান জানিয়েছেন, বোনাস বিতর্কে ২৫ সেপ্টেম্বর বাগান লকআউট হয়৷ পরে প্রশাসন চারবার বৈঠক ডাকে৷ তিন বৈঠকেই কোম্পানি কর্তৃপক্ষ অনুপস্থিত থাকে৷

একবার এসে নিজেদের সব শর্ত মেনে নিতে শ্রমিকদের ওপর চাপ সৃষ্টি করছিল৷ শ্রমিকরা মেনে নেননি৷ পরে বিষয়টি যায় শিল্প বিরোধ ট্রাইব্যুনালে৷ কোম্পানির দেউলিয়া ঘোষণার কথা অবশ্য মন্ত্রীর জবাবে নেই৷ টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার শিলচর শাখার সচিব শরদিন্দু ভট্টাচার্য জানান, এরা বেশ কিছুদিন আগেই বোর্ড ভেঙে দিয়েছেন৷ ফলে কোম্পানি এখন আর বাগানের মালিক নয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker