Barak UpdatesHappeningsBreaking News
হাজার কণ্ঠে কিশোর, দেখুন ভিডিওতে
ওয়ে টু বরাক, ৪ আগস্ট : ‘হাজার কণ্ঠে কিশোর’ নাম দিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণের সংখ্যা যে হাজার ছাড়িয়ে যাবে, তা মহড়ার দিনেই বোঝা গিয়েছিল। ৪ আগস্ট কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ৯৪তম জন্মবার্ষিকীতে সেই ধারণা বাস্তবে রূপ পেয়েছে। বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়াদের অংশগ্রহণে মূর্ত হয়ে ঊঠল অমর শিল্পীর জন্মদিন।
এ দিন কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে এই স্মরণানুষ্ঠানের আয়োজন করে কিশোর কুমার ফ্যান্স ক্লাব। সাতসকালে মেহেরপুর থেকে এক মিছিল বেরোয়। এই মিছিল এসে শেষ হয় ডিএসএ মাঠে। এই মিছিলের আকর্ষণ ছিল কিংবদন্তি শিল্পীর সাজে শিলচরের তীর্থংকর গোস্বামীর একের পর এক গান। এর আগেই স্টেডিয়ামের গ্ল্যালারিতে সারি বেঁধে একের পর এক স্কুল তাদের ছাত্রদের নিয়ে হাজির ছিল। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরাও পুরো দল নিয়ে তৈরি ছিলেন সেখানে।