Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দি জেলায় আরও ৫টি আধার এনরোলমেন্ট সেন্টার
ওয়েটুবরাক, ৮ আগস্ট : হাইলাকান্দি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন স্থানে আরও পাঁচটি আধার এনরোলমেন্ট সেন্টার খোলা হয়েছে। এই সেন্টারগুলি হল আলগাপুরের সার্কেল অফিস। এতে ভেরিফাইয়ার হিসেবে থাকবেন সুপ্রিয় চক্রবর্তী (700-2547556)। এসকে রায় সিভিল হাসপাতালের সেন্টারটির ভেরিফাইয়ার হিসেবে থাকবেন জুবেদা বেগম বড় ভূঁইয়া (9954009495)। লালা পুরসভার এনরোলমেন্ট সেন্টারে ভেরিফাইয়ার হিসেবে থাকবেন নীলাঞ্জন দাস (9706432145)। কাটলীছড়া সার্কেল অফিসের ভেরিফাইয়ার হিসেবে থাকবেন মুক্তার হোসেন মজুমদার (9613495471) এবং ঘাড়মুরা বাছেরা জিপি কার্যালয়ের ভেরিফাইয়ের হিসেবে থাকবেন নীতিশ কুমার দাস (7637057719)। জেলা প্রশাসন থেকে প্রচারিত আবেদনে যাদের আধার কার্ড নেই, বিশেষত চা বাগান এলাকার বাসিন্দা যাদের কার্ড নেই তাদেরকে এই এনরোলমেন্ট সেন্টারগুলির সঙ্গে যোগাযোগ করে আধার কার্ড তৈরি করতে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ নিতে আধার কার্ডের প্রয়োজন রয়েছে।