Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দির মাহমুদপুরে কমিউনিটি নার্সারির বীজ বপন
ওয়েটুবরাক, ২৫ জুলাই: রবিবার হাইলাকান্দি জেলার মাহমদপুরে কমিউনিটি নার্সারির জন্য বীজ বপন শুরু হল৷ আনুুষ্ঠানিকভাবে এর সূচনা করলেন বিধায়ক সুজাম উদ্দিন লস্কর । লালা ব্লকের মাহমুদপুরে ৫০ কেজি শাইল ধানের বীজ বপন করা হয় এদিন । হাইলাকান্দি জেলায় চলতি মরশুমে বন্যা-খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে ধানের ফলন নষ্ট হলে পুনরায় যাতে ধান রোপনের মরসুমে দ্রুত ধানের চারা রোপণ করা যায়, সে উদ্দেশ্যে ৭৮ হেক্টর জমিতে ধানের চারা অর্থাৎ কমিউনিটি নার্সারি তৈরি করা হচ্ছে ৷ এরই অঙ্গ হিসাবে রবিবার এই বীজ বপন করা হয়। জেলা প্রশাসনের নির্দেশে কৃষি বিভাগের উদ্যোগে কুচিলা সিড ফার্ম এলাকায় এই কমিউনিটি নার্সারি তৈরি করার কাজ চলছে।
কুচিলা কমিউনিটি নার্সারিতে ধানের বীজ বপন করার আনুষ্ঠানিক সূচনা হয় গত ১২ জুলাই। দুই পর্যায়ে কিছুদিনের ব্যবধানে এই নার্সারির বীজ বপন করা হবে যাতে ৩০ দিনের মধ্যে এই ধানের চারাগুলি রোপনের যোগ্য করে তোলা যায়। বন্যা বা খরার মতো কোনও প্রাকৃতিক দুর্যোগে জেলার কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে তাদের হাতে সরকারি তরফে এই ধানের চারা তুলে দেওয়া হবে। সেক্ষেত্রে রাজস্ব আধিকারিকের নেতৃত্বে একটি কমিটি গঠন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের এই চারা বণ্টন করা হবে। আর যদি কোনও দুর্যোগ দেখা না দেয় তবে অভাবি চাষিদের হাতে এই ধানের চারা তুলে দেওয়া হবে।
জেলা কৃষি আধিকারিক অনিরুদ্ধ দত্ত জানিয়েছেন, কুচিলা সিড ফার্মে সয়েল টেস্টিং ল্যাবরেটরি নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে । শীঘ্রই এর নির্মাণকাজ শেষ করা হবে । এটির নির্মাণ কাজ সম্পূর্ণ হলে জেলার কৃষিজমির মাটি পরীক্ষা সহজ এবং দ্রুত হবে। ফলে জেলার কৃষকরা আরও বেশি লাভবান হবেন৷