Barak UpdatesHappeningsSports
হাইলাকান্দির প্রতিটি বিধানসভা আসনে একটি করে মিনি স্টেডিয়াম
ওয়েটুবরাক, ৯অক্টোবর: হাইলাকান্দি জেলায় তিনটি বিধানসভা আসনের প্রতিটিতে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। শুক্রবার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ উন্নয়ন প্রকল্পগুলির রিভিউ মিটিঙ অনুষ্ঠিত হয়৷ ডিডিসি আর কে লস্কর তাতে পৌরোহিত্য করেন৷ ওই সভায় প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করতে সময়সীমা বেঁধে দেওয়া হয়। সভায় জানানো হয় যে কাটলিছড়া বিধানসভা আসনের রূপাছড়া এবং হাইলাকান্দি বিধানসভা আসনের কুচিলা মিনি স্টেডিয়ামের স্থান নির্ধারিত হলেও আলগাপুর বিধানসভা চক্রের মিনি স্টেডিয়ামের স্থান এখনও নির্ধারণ করা হয়নি। এ দিকে, হাইলাকান্দি জেলার মনাছড়ায় কৈয়া চা বাগানে একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে ডিডিসি জানিয়েছেন৷
বৈঠকে স্টেডিয়াম গুলির অ্যাপ্রোচ রোড নির্মাণ, রোডের উপর থেকে এপিডিসিএলের বৈদ্যুতিক লাইন ইত্যাদি সরিয়ে নিতে সভায় উপস্থিত বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়। সভায় আরও জানানো হয়, জেলায় একটি সুইমিং পুল ও নির্মাণ করার প্রস্তাবনা রয়েছে। সভাপতির ভাষণে ডিডিসি লস্কর সরকার থেকে অগ্রিম ফান্ড মঞ্জুর করে শিক্ষা প্রতিষ্ঠানগুলির হাতে অর্পণ করা সত্ত্বেও কাজগুলি সম্পন্ন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে অবিলম্বে কাজ শেষ করতে বলেন। উল্লেখ্য রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগ থেকে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির খেলার মাঠের উন্নয়নের জন্য এই প্রকল্প গুলির মঞ্জুর করা হয়।