Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দির নয়া জেলাশাসক হিসেবে দায়িত্ব নিলেন নিসর্গ গৌতম
১৯ জুলাই : হাইলাকান্দির নতুন জেলাশাসক হিসেবে সোমবার দায়িত্ব নিয়েছেন হিভারে নিসর্গ গৌতম। তিনি এতোদিন নগাঁও জেলার জেলাশাসক ছিলেন। সোমবার তিনি হাইলাকান্দির ভারপ্রাপ্ত জেলাশাসক জ্যোতির্ময় দৈমারির কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন। দায়িত্ব নিয়েই তিনি জেলার বিভিন্ন আধিকারিক ও কর্মীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এতে তিনি জেলার প্রশাসনিক কাজে সবার সহযোগিতা কামনা করেছেন। দৈমারি ছাড়াও এ দিন সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ডিডিসি রঞ্জিত কুমার লস্কর।
প্রশাসনিক আধিকারিক ও কর্মীদের সঙ্গে পরিচয় পর্বের পর নয়া জেলাশাসক সাংবাদিকদের সঙ্গেও এক বৈঠকে মিলিত হয়েছেন। এতে উপস্থিত সাংবাদিকরা হাইলাকান্দির বর্তমান উদ্ভুত বিভিন্ন সমস্যা জেলাশাসকের নজরে আনেন। তিনি বলেন, জেলার সার্বিক উন্নয়ন হবে তাঁর প্রথম অগ্রাধিকার। সেইসঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল যাতে জেলার প্রত্যেক মানুষের কাছে পৌঁছে, তিনি সে বিষয়টিও সুনিশ্চিত করবেন। তাছাড়া দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা তাঁর কাজের মধ্যে সবসময় গুরুত্ব পাবে।
মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ের বাসিন্দা হিভারে নিসর্গ গৌতম বরাক উপত্যকায় এর আগেও কাজ করে গিয়েছেন। তিনি করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক হিসেবে কিছুদিন কাজ করেছেন। এরপর জেলাশাসক হিসেবে পদোন্নতি পেয়ে তিনি চলে গিয়েছিলেন শালমারা-মানকাচরে। সেখান থেকে নগাঁও ঘুরে এ বার হাইলাকান্দিতে।