Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে ২৯০ আবেদনকারীর সবাইকে দেওয়া হবে রেহাই মূল্যের পাওয়ার টিলার
ওয়েটুবরাক, ২০ ডিসেম্বর : হাইলাকান্দি জেলার কৃষি বিভাগ থেকে রেহাই মূল্যের পাওয়ার টিলার পেতে ২০২১-২২ অর্থবছরে যে ২৯০ জন কৃষক দরখাস্ত জমা দিয়েছিলেন তাদের সকলের আবেদন মঞ্জুর করা হয়েছে৷ এখন তাঁদের স্থানীয় কৃষি উন্নয়ন আধিকারিক অথবা কৃষি সম্প্রসারণ কর্মীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে৷ জেলা কৃষি আধিকারিক আব্দুল বাতেন চৌধুরী জানিয়েছেন, সিলেকশন কমিটি সবাইকেই পাওয়ার টিলারের জন্য নির্বাচন করেছে। পরবর্তী প্রক্রিয়া অনুসারে সরকারি ভর্তুকি পেতে বেনিফিশিয়ারি শেয়ারের অর্থ ড্রাফ্ট মারফত জমা দিতে অনুরোধ জানিয়েছেন তিনি। চৌধুরী স্পষ্ট করে দেন, ২৯০ জনের সবাইকে দেওয়া হলেও যে ১০০ জন তাদের বেনিফিশিয়ারি শেয়ার আগে জমা দেবেন, তাঁরা এই রেহাই মূল্যের পাওয়ার টিলার আগে এলে আগে পাবেন।