Barak UpdatesHappeningsBreaking News

হাইলাকান্দিতে ফ্রিডম রানে ব্যাপক সাড়া

ওয়েটুবরাক, ১১ সেপ্টেম্বর : স্বাধীনতার ৭৫ তম বর্ষ পালন উপলক্ষে শনিবার হাইলাকান্দি শহরে এক উৎসব মুখর পরিবেশে ‘ফ্রিডম রান’ অনুষ্ঠিত হয় । এদিন সকাল সাতটায় শহরের শহীদ স্মারক স্থল থেকে পতাকা দেখিয়ে আনুষ্ঠানিক ভাবে ফ্রিডম রানের আনুষ্ঠানিক সূচনা করেন জেলা উন্নয়ন কমিশনার রণজিৎ কুমার লস্কর । এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের বর্ডার ডিএসপি নির্মল ঘোষ, নেহেরু যুব সংগঠনের যুব সংযোজক কল্পনা গঙ্গোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

Rananuj

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে ইনডোর স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। । এতে প্রায় দুই শতাধিক যুবক-যুবতী সহ বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন । নেহেরু যুব কেন্দ্র হাইলাকান্দি শাখার উদ্যোগে আয়োজিত এই রানটি যুবসমাজের কাছে শারীরিক ফিটনেসের বার্তা দিতেই আয়োজন করা হয় । উল্লেখ্য ‘আজাদিকে অমৃত’ উৎসব উপলক্ষে দেশের প্রতিটি জেলায় এ ধরনের কার্যসূচির আয়োজন করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker