Barak UpdatesHappeningsBreaking News
হলিক্রস স্কুলে পাশের হার ১০০ শতাংশ, ডিস্টিংশন ২৯, লেটার ৩২৯টি
ওয়ে টু বরাক, ২২ মে ঃ শিলচর হলিক্রস স্কুলের দীক্ষিতা ভট্টাচার্য ৫৮৬ নম্বর পেয়ে এ বার মাধ্যমিকের মেধা তালিকায় নবম স্থান অধিকার করেছে। তাঁর প্রাপ্ত নম্বরের হার ৯৭.৬ শতাংশ। এ বার হলিক্রস থেকে ১১২ জন পরীক্ষায় বসেছিল। সবাই উত্তীর্ণ হওয়ায় পাশের হার ১০০ শতাংশ। এর মধ্যে প্রথম বিভাগে পাশ করেছে ১০৭ জন ও দ্বিতীয় বিভাগে ৫ জন।
ডিস্টিংশন নম্বর পেয়েছে ২৯ জন এবং স্টার মার্কস ২৮ জনের। লেটার এসেছে ৩২৯টি। এর মধ্যে ইংরেজিতে ৮৮টি, বাংলায় ১টি, হিন্দিতে ৩টি, সাধারণ বিজ্ঞানে ৪৯টি, সাধারণ গণিতে ৪৩টি, সমাজ বিজ্ঞানে ৬৮টি, ঐচ্ছিক গণিতে ৪৩টি, কম্পিউটার সায়েন্সে ১৬টি ও ফাইন আর্টসে ৯টি লেটার রয়েছে। স্কুলের ছাত্রদের মধ্যে অঙ্কে রাজ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে ২ জন, ঐচ্ছিক গণিতে ৪ জন, সমাজ বিজ্ঞানে ১ জন ও সাধারণ বিজ্ঞানে ১ জন রাজ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে।