India & World UpdatesHappeningsBreaking News

হরিয়ানায় কংগ্রেস, কাশ্মীরে এগিয়ে এনসি, ইঙ্গিত এক্সিট পোলে 

ওয়েটুবরাক, ৬ অক্টোবর : হরিয়ানায় বিজেপির শোচনীয় ফলাফল হতে চলেছে, এক্সিট পোলে এমনই ইঙ্গিত মিলেছে। একই হাল জম্মু-কাশ্মীরে। সেখানে সরকার গড়ার দৌড়ে এগিয়ে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট।
এক্সিট পোলের ফলাফল প্রকাশিত হওয়ামাত্র প্রবল আতঙ্ক ছড়িয়েছে বিজেপির অন্দরে। কারণ, এই ফলাফল সত্যি হলে দু’টি বিপজ্জনক বার্তা মিলবে। প্রথমত, হরিয়ানায় বিজেপি সরকারের পতন। দ্বিতীয়ত, সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ অবলুপ্তির ঢক্কনিনাদেও কাশ্মীরের মন জয় করতে পারেননি মোদি। কাশ্মীর উপত্যকা অধরাই থাকবে প্রধানমন্ত্রীর।  এদিন কমবেশি প্রতিটি পূর্বাভাসই জানাচ্ছে, হরিয়ানায় মুখ থুবড়ে পড়ছে বিজেপি। সরকার হাতছাড়া হবে। ক্ষমতায় আসছে কংগ্রেস। তবে কিছু সমীক্ষক সংস্থার বক্তব্য, জম্মু-কাশ্মীরে একক গরিষ্ঠতা কেউ পাবে না।
 হরিয়ানা রাজ্য বিজেপির হাতছাড়া হওয়ার অর্থ, মোদির দিক থেকে ক্রমেই মুখ ফেরাচ্ছে হিন্দিভাষী উত্তর ভারত। এক্সিট পোল দেখাচ্ছে, দুষ্যন্ত চৌতালার জননায়ক জনতা পার্টির ভোটব্যাঙ্কে পর্যন্ত ধস নেমেছে। জাঠ-দলিত-মুসলিম ভোট বিপুলভাবে গিয়েছে কংগ্রেসে। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে জল্পনায় উঠে এসেছে কুমারী শেলজার নাম। যদিও এব্যাপারে কংগ্রেস হাইকমান্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দার হুডা।
জম্মু ও কাশ্মীরে ছিল মোদির রাজনৈতিক লিটমাস টেস্ট। বিশেষ মর্যাদা হারানো নতুন কাশ্মীর কীভাবে গ্রহণ করছে বিজেপিকে? জম্মু বরাবর গেরুয়া শিবিরের দুর্গ। এক্সিট পোল অনুযায়ী, এবারও সেখানে তারা তুলনামূলকভাবে বেশি আসন পেয়েছে। কিন্তু কাশ্মীরের মন জয় করতে পারেননি মোদি।
এই পূর্বাভাস মিলে যাওয়ার অর্থ একটাই, ভারতজুড়ে জমি হারাচ্ছে বিজেপি।
আগামী ৮ অক্টোবর ভোট গণনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker