India & World UpdatesHappeningsBreaking News
হরিয়ানায় বিজেপিই, কাশ্মীরে ইন্ডিয়া
ওয়েটুবরাক, ৯ নভেম্বর : হরিয়ানায় জিতলেও জম্মু-কাশ্মীরে পরাজিত হয়েছে বিজেপি। মুসলিম প্রধান ওই রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএনসি)। বিধানসভার ৯০টি আসনের মধ্যে ৪২টি আসন জিতেছে আবদুল্লা পিতা-পুত্রের দল। বিজেপি পেয়েছে ২৮টি আসন এবং কংগ্রেস ৮ আসনে জয় পেয়েছে। বাকি ১২টি আসনে জয়ী হয়েছে অন্যরা৷
সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৪৬টি আসনে জয় না পেলেও ন্যাশনাল কনফারেন্সকে কোনও সমস্যায় পড়তে হবে না। কারণ জেকেএনসি এবং কংগ্রেস উভয়ই ‘ইন্ডিয়া’র শরিক দল৷
অন্যদিকে, হরিয়ানায় ৯০ টি আসনের মধ্যে ৪৯টি আসনে জয়ী হয়েছে বিজেপি। কংগ্রেস জয় পেয়েছে ৩৬টি আসনে, বাকি ৫টি আসনে জয়ী হয়েছে অন্যান্য দল। বুথফেরত সমীক্ষায় কংগ্রেসকে আশা দেখালেও রাজ্যের মানুষ ভরসা রেখেছে বিজেপিতেই৷
৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর এই প্রথম জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।