Barak UpdatesHappenings
স্বাস্থ্য বিভাগের জাতীয় কুষ্ঠ বিরোধী দিবস পালন
ওয়েটুবরাক, ৩১ জানুয়ারি: জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবস উপলক্ষে জাতীয় কুষ্ঠ বিরোধী দিবস পালন সহ স্পর্শ লেপরোসি অ্যাওয়ারনেস ক্যাম্পেন পক্ষ শুরু করল জেলার স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মণ, বিভাগীয় আধিকারিক ডাঃ সন্দীপ দে-র উপস্থিতিতে দিবসটি পালন করা হয়। পাশাপাশি শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত সহ অন্যান্যদের উপস্থিতিতে দিনটি উদযাপন হয়। একই সঙ্গে জেলার অসমারিক হাসপাতাল, নগর হাসপাতাল সহ খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দিনটি যথাযথভাবে পালন করা হয়। দিনটি উপলক্ষে জাতীয় কুষ্ঠ প্রতিরোধ কর্মসূচির আধিকারিক ডাঃ সন্দীপ দে-র অধীনে বিভিন্ন জন সমাগম স্থানে পথ নাটিকার আয়োজন করা হয়। ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করে শিলচর মেডিক্যাল কলেজ। নগর স্বাস্থ্যকেন্দ্রে কুষ্ঠ রোগ নিবারণে তৃণমুল স্তরের কর্মীদের নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। পক্ষকাল ব্যাপি অনুষ্ঠানের সুচনা হিসেবে জেলার প্রতিটি গ্রামে গ্রামসভার মাধ্যমে কুষ্ঠ রোগের বিরুদ্ধে জনজাগরণ গড়ে তোলার উপর জোর দেয়া হয়। পক্ষকাল ব্যাপি এই সচেতনতামূলক অভিযান চলবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।