Barak UpdatesHappeningsBreaking News
স্বামী প্রভানন্দজি মহারাজ স্মরণে শিলচর রামকৃষ্ণ মিশনে পূজার্চনা
ওয়ে টু বরাক, ১৪ এপ্রিল : বেলুড় মঠের ভাইস প্রেসিডেন্ট প্রয়াত স্বামী প্রভানন্দজি মহারাজ স্মরণে শিলচর রামকৃষ্ণ মিশনে বৃহস্পতিবার বিশেষ পূজার্চনা আয়োজিত হয়। এ উপলক্ষে মিশনে অসংখ্য ভক্ত সমাগম হয়। বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ-অধ্যক্ষ স্বামী প্রভানন্দজি মহারাজ ১ এপ্রিল সন্ধে ৬টা ৫০ মিনিটে দেহত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
প্রয়াত স্বামী প্রভানন্দজি মহারাজের মহাসমাধি উপলক্ষে শিলচর রামকৃষ্ণ মিশনে এ দিন সকাল থেকেই বিশেষ পূজা, ভজন এবং স্মরণ সভার আয়োজন করা হয়। এ দিন সকালে শ্রীশ্রীঠাকুরের বিশেষ পূজা, মঙ্গলারতি, বৈদিক মন্ত্রপাঠ করা হয়। এরপর ভক্তিগীতি, শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা, বাউল, কীর্তন, ভজন সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে রামকৃষ্ণ মিশনের মহারাজরা স্বামী প্রভানন্দজি মহারাজকে স্মরণ করে বক্তব্য রাখেন। সন্ধ্যায় সন্ধ্যারতি আয়োজিত হয়।
উল্লেখ্য, ১৯৩১ সালে তিপ্পেরা জেলার আখাউড়া গ্রামে (অধুনা বাংলাদেশ) জন্মগ্রহণ করেছিলেন প্রভানন্দজি মহারাজ। রামকৃষ্ণ সঙ্ঘের সপ্তম অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছ থেকে তিনি মন্ত্রদীক্ষা লাভ করেন এবং ১৯৫৮ খ্রিষ্টাব্দে রামকৃষ্ণ সঙ্ঘে যোগদান করেন নরেন্দ্রপুর আশ্রমে।