NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
স্বাধীনতা দিবসে বনধ ডাকল ডিএনএলএ
ওয়েটুবরাক, ১০ আগস্টঃ স্বাধীনতা দিবসে বনধ ডাকল ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি। ১৪ আগস্ট ভোর পাঁচটায় তাদের বনধ শুরু হবে, চলবে ১৫ আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত। ডিমাসা জঙ্গি সংগঠনটির স্বঘোষিত চেয়ারম্যান কর্মিনদাও ডিমাসা বলেন, ‘হিড়িম্বা রাজি’ নামে নতুন রাজ্যের দাবিতে তারা এই বনধ ডেকেছেন। ডিমা হাসাও, কার্বি আংলং, কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা নিয়ে হিড়িম্বা দেশ ছিল, এই দাবি করে ডিএনএলএ-র বক্তব্য, পুরনো সীমানা নিয়েই হবে ‘হিড়িম্বা রাজি’। তবে দেশ নয়, তারা চাইছেন পৃথক রাজ্য। ১৪-১৫ আগস্টের বনধ প্রস্তাবিত পুরো ‘হিড়িম্বা রাজি’তে পালনের আহ্বান জানান কর্মিনদাও।
তিনি বলেন, পৃথক ডিমাসা রাজ্যের দাবিতে ১৯৯১ সাল থেকে আন্দোলন চলছে। কেউ সশস্ত্র সংগ্রাম করছে, কেউ করছে গণতান্ত্রিক আন্দোলন। অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন লাগাতার এই দাবি আদায়ে কাজ করে চলেছে। এর পরও কেন্দ্রের কোনও ভ্রূক্ষেপ নেই। এ বার পৃথক রাজ্য আদায় না করে তারা ক্ষান্ত হবেন না বলে হুঁশিয়ারির সুরে জানিয়ে দিয়েছেন ডিএনএলএ প্রধান।
উল্লেখ্য ২০০৯ সালের পর এই প্রথম বনধ পালনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস বয়কটের আহ্বান জানাল ডিমাসা জঙ্গি সংগঠন।