NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে কন্যাপূজন করল রাষ্ট্র সেবিকা সমিতি
ওয়েটুবরাক, ১০ অক্টোবর : স্বাধীনতার ৭৫ বৎসর পূর্তি উপলক্ষে রাষ্ট্র সেবিকা সমিতির ব্যবস্থাপনায় ত্রিপুরা, মণিপুর ও দক্ষিণ আসামের বিভিন্ন স্থানে আজ রবিবার ৭৫ কুমারী কন্যাপূজনের আয়োজন করা হয়৷ ৭৫ সংখ্যার লক্ষ্য নিয়ে কার্যক্রমের আয়োজন করলেও সমস্ত প্রান্ত মিলে প্রায় ২০০ কন্যার পূজা হয়। প্রান্ত কার্যালয় শিলচরের ভক্তিধামে মহিলা পুরোহিত দ্বারা কুমারীকন্যাগণের পূজার্চনা হয়। প্রান্তের আরও কয়েকটি স্থানে মহিলা পুরোহিতের তত্ত্বাবধানে এই পূজানুষ্ঠান হয়।
রাষ্ট্র সেবিকা সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, আবহমান কাল থেকেই ভারতীয় সমাজ মাতৃজাতির প্রতি শ্রদ্ধাশীল ৷ সমস্ত বিশ্বের মধ্যে ভারতীয়রাই একমাত্র জাতি যারা ঈশ্বরকেও মাতৃরূপে কল্পনা করেছে। কিন্ত বর্তমানে পাশ্চাত্য ভোগবাদী সভ্যতার অনুকরণে ভারতীয় সমাজ নিজেদের এই মহান মূল্যবোধকে ভুলতে বসেছে। সুতরাং স্বাধীনতার ৭৫ বৎসর পূর্তির অমৃত মহোৎসব উপলক্ষে এই কার্যক্রমের মাধ্যমে তারা ভারতীয় শাশ্বত মূল্যবোধের পুনর্জাগরনের বার্তা প্রদান করতে চান বলে জানিয়েছে রাষ্ট্র সেবিকা সমিতি।