India & World UpdatesHappeningsSportsBreaking News
স্বপ্নিলের শ্যুটিংয়ে তৃতীয় পদক ভারতের
ওয়েটুবরাক, ২ আগস্ট: শ্যুটিং-এ তৃতীয় পদক জিতল ভারত। ৫০ মিটার রাইফেল বিভাগে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নীল কুশালে। শুটিংয়ে দুটো পদক এসে গিয়েছে। এবার আরও একটি পদক পেয়ে গেল ভারত। শুটিংয়ে ছেলেদের ৫০ মিটার ৩ পজিশনের ফাইনালে উঠেছিলেন স্বপ্নীল কুশালে। বাছাই পর্বে সপ্তম স্থানে শেষ করে ফাইনালে প্রবেশ করেন তিনি। ৪৫১.৪ পয়েন্ট স্কোর করে পোডিয়াম ফিনিশ করলেন ভারতীয় শুটার ৷