India & World UpdatesHappeningsBreaking News
স্ট্যালিনই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, শপথ শুক্রবার
ওয়েটুবরাক, ৫ মেঃ প্রথমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন করুণানিধি-পুত্র এম কে স্ট্যালিন। আগামী ৭ মে রাজভবনে শপথগ্রহণ। ডিএমকে-কংগ্রেস জোটের নেতা নির্বাচিত হয়ে আজ বুধবার তিনি যান রাজ্যপালের কাছে। সরকার গঠনের দাবি জানান। রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত দাবি মেনে শপথ গ্রহণের জন্য তাঁকেই আমন্ত্রণ জানিয়েছেন।
২৩৪ সদস্য বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় ডিএমকে জোট ১৫৯টি জয়ী হয়েছে। বাকি ৭৫ আসন পেয়েছে এআইএডিএমকে জোট। প্রসঙ্গত, ৬৮ বছর বয়সী স্ট্যালিন থাউজেন্ড লাইটস বিধানসভা কেন্দ্রের পাঁচবারের বিধায়ক। ছিলেন চেন্নাইর মেয়রও। ২০০৯ সালে পিতার সঙ্গে সামলেছিলেন উপমুখ্যমন্ত্রীর দায়িত্বভার। এ বার প্রথমবারের জন্য হচ্ছেন মুখ্যমন্ত্রী।