Barak UpdatesHappeningsBreaking News
সোমবার শিলচরে দুটি কেন্দ্রে ভ্যাকসিন, থাকবে মোবাইল টিমও
ওয়েটুবরাক, ২৪ অক্টোবর: সোমবার শিলচর শহরের দুটি কেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়া হবে৷ একটি মোবাইল টিমও ভ্যাকসিন সেবার জন্য প্রস্তুত থাকবে।
শহরের সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালে এবং ট্রাঙ্করোডের আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিপরীতে থাকা সঞ্জীবনী ১০৪ কার্যালয়ে কোভিশিল্ডের প্রথম এবং দ্বিতীয় ডোজ ১০০টি করে মোট ২০০টি অন-স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে দেওয়া হবে। পাশাপাশি একটি মোবাইল টিম অন-স্পট রেজিস্ট্রেশনে ভ্যাকসিন দেবে। এই মোবাইল টিমকে ৭৮৯৬০০৬১০৪ নম্বরে ফোন করলে শয্যাশায়ী রোগীদেরকে বাড়িতে গিয়ে কোভিশিল্ডের প্রথম এবং দ্বিতীয় ডোজ ১০০টি করে মোট ২০০ টি ভ্যাকসিন প্রদান করবে l