NE UpdatesHappeningsCultureBreaking News
সোমবার প্রধানমন্ত্রীর সামনে ঝুমুর বিনন্দিনী, চূড়ান্ত অনুশীলন দেখলেন মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৩ ফেব্রুয়ারি : সোমবার সন্ধ্যা ছয়টা থেকে ঝুমুর বিনন্দিনীতে মুখরিত হয়ে উঠবে গুয়াহাটির সরুসজাই স্টেডিয়াম। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা ঝুমুর নৃত্যশিল্পীরা রবিবার সন্ধ্যায় চূড়ান্ত অনুশীলনে অংশগ্রহণ করেন। অসমের ২০০ বছরের চা জনগোষ্ঠীর সংস্কৃতি গোটা বিশ্বের সামনে তুলে ধরার জন্য নৃত্যশিল্পীরা এই কর্মযজ্ঞে সামিল হয়েছেন।
জানা গেছে চূড়ান্ত পর্বে মোট ৮৮৮৮ জন শিল্পী ও কলাকুশলী অংশ নেবেন। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সামনে প্রদর্শিত হবে এই মেগা ঝুমুর নৃত্য। ২১ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সরুসজাই স্টেডিয়ামে মূল পর্বের অনুশীলন হয়েছে। রবিবার ছিল চূড়ান্ত অনুশীলন। এই পর্বে শিল্পী ও কলাকুশলীরা পরম্পরাগত পোশাক পরে সামিল হয়েছিলেন। এদিকে চূড়ান্ত অনুশীলনে উপস্থিত হয়ে গোটা পরিবেশ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তার সঙ্গে রাজ্য সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৬ মিনিট ৩২ সেকেন্ডের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন রাজ্যের ৮০০টি চা বাগানের শিল্পী প্রতিনিধিরা। সবমিলিয়ে নৃত্য পরিবেশনে রয়েছেন ৮৮৮৮ জন শিল্পী ও কলাকুশলী। অংশগ্রহণকারী শিল্পীরাও এই বিশাল উদ্যোগে্র জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তাদের কথায, এই ঝুমুর নৃত্য এবার গোটা বিশ্বের কাছে পৌঁছে যাবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পীকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে এবং প্রশিক্ষকরা পাবেন ৩০ হাজার টাকা।